সংক্ষিপ্ত

  • দেশ জুড়ে বন্ধ শ্যুটিং
  • মঙ্গলবার টলিউডের শ্যুটিং বন্ধ রাখার প্রস্তাব
  • ৩১ মার্চ জানানো হবে আগামী পদক্ষেপ
  • আফ্রিকা থেকে দেশে ফিরল টিম কাকাবাবু

করোনার জেরে একের পর এক সেক্টর বন্ধ হতে বসেছে। কমেছে কাজের সময়। বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ি থেকে কাজ করা হচ্ছে। জমায়েত এড়াতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। একাধিক জায়গাতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বন্ধ রয়েছে সিনেমাহল, বিভিন্ন দর্শনীয়স্থান সহ একধিক মন্দির। এর প্রভাব থেকে বাদ পড়েনি বিনোদন জগতও। বলিউডের পর টলিউডেও বন্ধ হয়েছে ছবির শ্যুটিং। 

আরও পড়ুনঃকরোনা আতঙ্কের মধ্যে বিতর্কে অঞ্জন দত্ত, বিদেশ থেকে ফিরেই যোগ দিলেন জমায়েতে

আরও পড়ুনঃবিপুল ক্ষতির মুখে বিনোদন জগৎ, দিন মজুরের পাশে দাঁড়াল প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া

মঙ্গলবারই চুরান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। খবর পাওয়া মাত্রই শ্যুটি বন্ধ করে দেশে ফেরে টিম বাজি। ইংল্যান্ডে শ্যুটিং চলছিল। সেখান থেকেই বুধবার দেশে ফিরেছেন মিমি চক্রবর্তী, জিৎ, বিশ্বনাথ ও অভিষেক। ফিরে এসে সোজা গিয়েছেন আইসোলেশনে। এবার সেই তালিকাতে যুক্ত হলেন সৃজিত মুখোপাধ্যায়-প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ গোটা কাকাবাবু প্রত্যাবর্তনের টিম। 

আরও পড়ুনঃকরোনা থেকে বাঁচতে হাত ধুতে গিয়ে হচ্ছে সাংঘাতিক ভুল, মনে করিয়ে দিলেন মধুমিতা

আফ্রিকাতে চলছিল শ্যুটিং। সেখান থেকেই একাধিক ছবি শেয়ার করেছিলেন সৃজিত। বৃহস্পতিবার কলকাতার বুকে পা রাখল গোটা টিম। বিমানবন্দরে মুখে মাস্ক পরেই দেখা গেল এদিন তাঁদের। সকাল সাড়ে সাতটা নাদাত তাঁরা পৌঁচ্ছন কলকাতায়। ফিরে সোজা যাবেন সেল্ফ কোয়ারেন্টাইনে। স্পষ্টই জানিয়ে দিলেন সৃজিত মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।