সংক্ষিপ্ত

ব্যোমকেশের ভুমিকায় এবার পরমব্রত 

অজিত হলেন রূদ্রনীল

পুজোতেই মিতিন মাসিকে টক্কর দিতে প্রকাশ্যে আসছে ব্যোমকেশ

মুক্তি পেল ছবির টিজার

পুজোর মুক্তিতে মিতিন মাসিকে কড়া টক্কর দিতে আসছে এবার সত্যান্বেষী ব্যোমকেশ। তবে ছবি ঘিরে চমক এবার অন্যখানে। ব্যোমেকের ভুমিকায় এবার থাকছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ছবির নাম সত্যান্বেষী ব্যোমাকেশ। মুক্তি পেল ছবির টিজার।

রবিবারই মুক্তি পেয়েছিল মিতিন মাসি ছবির টিজার। সেই ছবির সঙ্গেই পাল্লা দিয়ে এবার মুক্তি পেল সত্যান্বেষী ব্যোমকেশ ছবির টিজার। অজিতের ভুমিকায় এবার নজর কাড়বেন রূদ্রনীল ঘোষ। ছবির পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল। পর্দায় উঠে আসবে এবার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প মগ্ন মৈনাক। ছবির সঙ্গীত পরিচালনায় থাকছেন নীল দত্ত। 

আরও পড়ুনঃ বড় পর্দা থেকে সোশ্যাল মিডিয়া, রাধিকা আপ্তের সাহসী উপস্থিতিতে মুদ্ধ দর্শক

ছবির পোস্টারেই প্রকাশ্যে আসে পরমব্রতর লুক। তবে এই ব্যোমকেশের টিজার জুড়ে আদ্যপান্ত যেন এক অন্য সুর। গল্প বলার ধরণ থেকে শুরু করে উপস্থাপনা, নতুন মোড়কে ব্যোমকেশ আসছে পুজোর মুক্তিতে। 

পরিচালকের সঙ্গে পরমব্রত একাধিকবার জুটি বেঁধেছেন ইতিমধ্যেই। যার মধ্যে রয়েছে, যকের ধন, সাগরদ্বীপের যকের ধন প্রভৃতি। সাগর দ্বীপের যকের ধন ছবির কাজ কিছুটা শেষ করেই নতুন ছবিতে হাত দিয়েছিলেন পরিচালক। সেই ছবিতে পরমব্রতর বিপরীতে দেখা গিয়েছিল কোয়েল মল্লিককে। এবার তাঁরা বক্স অফিসে মুখোমুখি।

আরও পড়ুনঃ 'মেয়েছেলে ডিটেকটিভ'! সংশয় দূর করতে সরব মিতিন মাসি, দেখুন ছবির টিজার