Asianet News Bangla

পাসওয়ার্ডের দ্বিতীয় টিজার জুড়ে রহস্য, মুক্তির আগের ছবি ঘিরে একাধিক চমক

প্রকাশ্যে এল পাসওার্ড ছবির দ্বিতীয় টিজার

সম্প্রতিই মুক্তি পেয়েছে ছবির পোস্টার

প্রথম টিজার মুক্তির পর একগুচ্ছ প্রশ্নে মুখে পড়েছিলেন দর্শক

এবার ছবির কয়েকটি বিশেষ দৃশ্য নিয়ে হাজির দেব এন্টারটেইনমেন্ট

Teaser release of Upcoming movie password
Author
Kolkata, First Published Sep 1, 2019, 3:18 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

এক বছর আগে থেকেই খবরের শিরোনামে রয়েছে এই ছবি। একের পর এক চমককে কেন্দ্র করে পাসওয়ার্ড ছবির মুক্তির আগেই জনপ্রিয়তা তুঙ্গে। সম্প্রতিই মুক্তি পেয়েছিল ছবির প্রথম টিজার। সেখানেই দেখা গিয়েছিল অভিনেতা অভিনেত্রীদের একাধিক মতামত, সোশ্যাল মিডিয়ার অন্ধকার দিক তুলে ধরে নয়া রহস্য মোচন করবে পাসওয়াড। এবার আনলক হল ছবির দ্বিতীয় টিজার।

আরও পড়ুনঃ জন্মদিনটি কীভাবে কাটালেন শ্রীলেখা, নিজেই শেয়ার করে নিলেন সেই ভিডিও

ছবির দ্বিতীয় টিজার প্রকাশ্যে আসার পরই গল্পের বেশ খানিকটা আভাস মিলল দর্শকদের। তারকা ঠাঁসা এই ছবির গল্পের মূলেই রয়েছে সোশ্যাল দুনিয়ার দুর্নীতির কথা। শুরুতেই দেবের মুখে একটাই সংলাপ পকট হয়ে দাঁড়ায়, তা হল এবার যদি যুদ্ধ হয়, তবে তা হবে দুই ল্যাপটপে। একে এক নিজ ভঙ্গেমায় হাজির হন ছবির অন্যান্য তারকারা।

পরমব্রত, রুক্মিনী, পাওলি সকলেই যেন জড়িয়ে রয়েছেন এক অজানা জ্বালে আসটে পিসটে। ছবির কাজ প্রায় শেষ। একে একে এবার রহস্য সমাধানের পালা। দেব-এর নতুন পাসওয়ার্ড আনলকের অপেক্ষায় এখন দর্শক। পুজোতেই মুক্তি পাবে এই ছবি। 

আরও পড়ুনঃ আনলক পাসওয়ার্ড! প্রকাশ্যে এল ছবির প্রথম দুই পোস্টার

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে এই ছবির প্রথম টিজার। সেখানেই দেখা গিয়েছিল যে সমাজের আরেক অন্ধকার দিক, তা হল সাইবার ক্রাইমের একঝলক। সাইবার ক্রাইমের মধ্যে দিয়েই সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়া নানা সমস্যাগুলোকেই এবার তুলে ধরা হল পাসওয়ার্ড ছবির মধ্যে দিয়ে। এমন অনেক কাজই আমরা না জেনে করে থাকি যার ফলাফল হতে পারে ভয়াবহ। মানুষের মনে কৌতুহলের পারদ চরিয়েই রবিবার মুক্তি পেল পাসওয়ার্ড ছবির দ্বিতীয় টিজার।

Follow Us:
Download App:
  • android
  • ios