দর্শক কমছে, আয়েও টান, হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে ৫০-এর বেশি টিভি চ্যানেল

ভারতের টেলিভিশন ইন্ডাস্ট্রি এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, দেশে ৫০টিরও বেশি টিভি চ্যানেল তাদের সম্প্রচার লাইসেন্স ফিরিয়ে দিয়েছে অথবা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এর মূল কারণ হিসেবে উঠে আসছে OTT প্ল্যাটফর্মের দ্রুত বিস্তার এবং দর্শকদের দেখার অভ্যাসে আমূল পরিবর্তন। এক সময় যেখানে বিনোদন ও খবরের প্রধান মাধ্যম ছিল টেলিভিশন, সেখানে এখন ক্রমশ জায়গা দখল করছে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম। Netflix, Amazon Prime Video, Disney+ Hotstar, JioCinema-র মতো OTT অ্যাপগুলির জনপ্রিয়তা বেড়েই চলেছে। দর্শকরা এখন নির্দিষ্ট সময় মেনে টিভির সামনে বসে থাকার বদলে নিজেদের সুবিধামতো সময়ে পছন্দের কনটেন্ট দেখতে বেশি স্বচ্ছন্দ বোধ করছেন। দর্শক কমছে, বিজ্ঞাপন আয়েও টান টিভি চ্যানেল বন্ধ হওয়ার অন্যতম বড় কারণ হলো দর্শক সংখ্যা হ্রাস।

 বিশেষ করে তরুণ প্রজন্ম টিভি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে বিজ্ঞাপন বাজারে। যেহেতু দর্শক কমছে, তাই বিজ্ঞাপনদাতারাও টিভির পরিবর্তে ডিজিটাল এবং OTT প্ল্যাটফর্মে বেশি বিনিয়োগ করছেন। ফলে অনেক চ্যানেলের পক্ষে উচ্চ সম্প্রচার খরচ, কর্মী ব্যয় ও কনটেন্ট প্রোডাকশন খরচ সামলানো কঠিন হয়ে উঠছে। DTH গ্রাহক কমে যাওয়াও বড় কারণ ডিরেক্ট-টু-হোম বা DTH পরিষেবার গ্রাহক সংখ্যাও ধারাবাহিকভাবে কমছে। স্মার্ট টিভি, সস্তা ইন্টারনেট এবং মোবাইল ডেটার সহজলভ্যতার ফলে মানুষ এখন কেবল বা ডিশ সংযোগের উপর আর নির্ভর করতে চাইছে না। এর ফলেও টিভি চ্যানেলগুলির পৌঁছনো এবং আয়ে ধাক্কা লাগছে। বড় মিডিয়া সংস্থাগুলির কৌশল বদল এই পরিস্থিতিতে একাধিক বড় মিডিয়া হাউজ তাদের কম লাভজনক বা কম দর্শকপ্রাপ্ত চ্যানেল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কেউ কেউ লাইসেন্স পুরোপুরি ফিরিয়ে দিয়েছে, আবার কেউ নতুন চ্যানেল চালুর পরিকল্পনা বাতিল করেছে। 

অনেক সংস্থাই এখন টেলিভিশনের বদলে ডিজিটাল প্ল্যাটফর্মে বেশি গুরুত্ব দিচ্ছে এবং OTT-কেন্দ্রিক কনটেন্টে বিনিয়োগ বাড়াচ্ছে। টেলিভিশনের ভবিষ্যৎ কী? বিশেষজ্ঞদের মতে, এটি টেলিভিশনের সম্পূর্ণ অবসান নয়, বরং একটি রূপান্তর। বড় ইভেন্ট, লাইভ নিউজ, খেলাধুলোর মতো কিছু কনটেন্টে এখনও টিভির গুরুত্ব রয়েছে। তবে আগের মতো অসংখ্য জেনারেল এন্টারটেনমেন্ট বা মিউজিক চ্যানেলের জায়গা ক্রমশ সংকুচিত হচ্ছে। ভবিষ্যতে টিভি ও ডিজিটাল—এই দুই মাধ্যমের সমন্বয়েই মিডিয়া ইন্ডাস্ট্রি এগোবে বলে মনে করা হচ্ছে।

OTT প্ল্যাটফর্মের উত্থান ভারতের মিডিয়া মানচিত্র বদলে দিচ্ছে। দর্শকদের পছন্দ বদলানোর সঙ্গে সঙ্গে টিভি চ্যানেলগুলোকেও নিজেদের কৌশল বদলাতে হচ্ছে। ৫০-এরও বেশি চ্যানেলের লাইসেন্স ছেড়ে দেওয়া বা বন্ধ হয়ে যাওয়া সেই পরিবর্তনেরই স্পষ্ট ইঙ্গিত। আগামী দিনে কোন মাধ্যম কতটা প্রভাব বিস্তার করবে, তা অনেকটাই নির্ভর করবে দর্শকদের অভ্যাস ও প্রযুক্তিগত অগ্রগতির উপর।