সংক্ষিপ্ত

  • ১০০ তম জন্মদিবস সত্যজিৎ রায়ের
  • সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই উপচে পড়া পোস্ট
  • টলি তারকারাও সামিল সত্যজিৎ স্মরণে
  • সোশ্যাল মিডিয়ায় দিলেন শ্রদ্ধাজ্ঞলি

২ মে, সালটা ছিল ১৯২১। রায় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সত্যজিৎ। একের পর এক প্রজন্মে এই পরিবারের সাহিত্য থেকে সিনেমা জগতে নিজের ছাপ ফেলে গিয়ছে। সত্যজিৎ রায় ছিল তারই তৃতীয় অধ্যায়। সাহিত্য থেকে শুরু করে ছবি দুয়েতেই তিনি সিদ্ধহস্ত, তাঁর অবদান আজও পরতে-পরতে উপভোগ করছেন আপামর বাঙালি। সেই কালজয়ী পরিচালক তথা লেখকের ১০০ তম জন্মদিনে টলিউড সেলেবদের শ্রদ্ধাজ্ঞাপন। 

 

 

সত্যজিৎ রায়ের একশো তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত। লিখলেন, বিজ্ঞাপনের জগত থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে নিজের অবদান রেখে গিয়েছেন, পরিচালকের একশত জন্মদিনে আমার প্রণাম। 

 

 

মহারাজাকে সেলাম জানালেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। তাঁরসোশ্যাল মিডিয়ার পাতায় ছবি শেয়ার করেল শ্রদ্ধা জানালেন অর্পিতা। 

 

 

শ্রদ্ধা জানিয়ে টোটা রায় চৌধুরী লিখলেন, তিনি সত্যজিৎ রায়ের থেকে নিয়েছেন মোট তিনটি পাঠ। কাজের প্রতি সৎ হওয়া চাই। খোলা মনে নিতে হবে শিক্ষা ও কাজকে গুরুত্ব দিয়ে গ্রহণ করতে হবে। 

আরও পড়ুনঃ শেষের দিকে ২ মে গা ঢাকা দিতেন সত্যজিৎ রায়, কীভাবে নিজের জন্মদিন পালন করতেন পরিচালক

 

কিংবদন্তি পরিচালককে শুভেচ্ছা জানিয়ে স্মরণ করলেন পরিচালক সৃজিত মুযোপাধ্যায়। শেয়ার করলেন ফেলুদা-র ছবি। 

 

 

শুভেচ্ছা জানিয়ে পরমব্রত চট্টোপাধ্যায় লিখলেন, আবারও সেই দিন চলে এল, যখন সত্যজিৎ রায়কে ধন্যবাদ জানানো হয় তাঁর কাজের জন্য, তাঁর অবদানের জন্য। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা