সংক্ষিপ্ত
- প্রয়াত হলেন অভিনেতা চাঙ্কি পাণ্ডের মা
- দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন
- মৃত্যুকালে স্নেহলতা পাণ্ডের বয়স হয়েছিল ৮৫
- ঠাকুমাকে শ্রদ্ধা জানাতে যান অভিনেত্রী অনন্যা পাণ্ডে
তপন কুমার বক্সি, মুম্বইঃ মাতৃহারা হলেন চাঙ্কি পান্ডে। চাঙ্কি পান্ডের মা ডাঃ স্নেহলতা পান্ডে শনিবার মুম্বইয়ে পরলোকগমন করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৫। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। শুধু চাঙ্কি পান্ডের মা হিসেবেই নন, একজন ডাক্তার ও নিউট্রিশনিস্ট হিসেবেও যথেষ্ট সুনামের অধিকারী ছিলেন স্নেহলতা পান্ডে।
আরও পড়ুনঃরুপোলি পর্দা নয়, বরং বাস্তব জীবনের 'ট্র্যাজেডি কিং' হলেন সঞ্জীব কুমার, রইল অজানা কাহিনি
চাঙ্কি পান্ডের বাবাও ছিলেন ডাক্তার। ডাঃ শারদ পান্ডে। ভারতের প্রথমদিকের ব্লাডলেস ওপেন হার্ট সার্জারির একজন অন্যতম ডাক্তার হিসেবে গণ্য হতেন চাঙ্কি পান্ডের বাবা ডাক্তার শারদ পান্ডে। চাঙ্কি পান্ডের মা স্নেহলতা পান্ডের নিজস্ব ক্লিনিক ছিল বান্দ্রাতে। জেনারেল ফিজিশিয়ান ডাঃ স্নেহলতা পান্ডে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গেও পরিচিত ছিলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার সবচেয়ে কাছের মানুষ ছিলেন অভিনেত্রী রেখা। নিউট্রিশন এর ওপর ডাঃ স্নেহলতার লেখা বই বেশ জনপ্রিয় হয়েছিল। এমনকি যোগা এবং এক্সারসাইজের ওপর রেখার নিজের লেখা বই 'রেখা'স মাইন্ড অ্যান্ড বডি টেম্পল'-এর একটি চ্যাপ্টারে ডাক্তার স্নেহলতা পান্ডে 'রেখা ডায়েট' নামে রেখার ডায়েটের রহস্য সামনে এনেছিলেন পাঠকদের। কেননা বলিউড ডিভা রেখা তাঁর এই বান্ধবীর বেঁধে দেওয়া ডায়েট চার্ট মেনেই চলতেন। এই সূত্রে 'এশিয়ানেট বাংলা'-র পাঠকদের জানিয়ে রাখা যাক, ডাঃ স্নেহলতা পান্ডের ডায়েট চার্ট মেনে চলতেন সেলিব্রিটি বাঙালি পরিচালক ঋতুপর্ণ ঘোষও।
আরও পড়ুনঃইউসুফ নাম বদলে হয়েছিল 'দিলীপ কুমার', ভারতীয় সিনেমার ইতিহাসে মহীরূহের সফরনামা
শনিবার সন্ধ্যেবেলা সান্তাক্রুজের শ্মশানে ডাঃ স্নেহলতা পান্ডের শেষকৃত্য সম্পন্ন হয়। স্নেহলতার পান্ডের নাতনি, অভিনেতা চাঙ্কি পান্ডের বড় মেয়ে অনন্যা পান্ডে এই মুহূর্তে বলিউডের একজন অভিনেত্রী। অনন্যা কাছেই আন্ধেরিতে শুটিং করছিলেন। খবর পেয়ে অনন্যা চলে আসেন স্নেহলতার বান্দ্রার বাড়িতে। এদিন স্নেহলতার শেষ যাত্রায় উপস্থিত ছিলেন বড় ছেলে চাঙ্কি, ছোট ছেলে চিক্কির স্ত্রী ডিয়ান, অভিনেত্রী নীলম কোঠারি, নীলমের অভিনেতা স্বামী সমীর সোনি ও পরিবারের অন্যান্যরা।