কোয়ারেন্টাইনে সময় কাটছে বিগ-বির নেট দুনিয়াতে সর্বদা উপস্থিত তারকা মাঝে মধ্যেই ভিডিও ছবি করছেন পোস্ট এবার মজার ভিডিও পোস্ট করে নজর কাড়লেন বিগ বি

করোনার প্রকোপ ঠেকাতে বাড়িতেই থাকতে হচ্ছে সকলকে। ক্রমেই বেড়ে চলেছে সংক্রমণের সংখ্যা। এমন পরিস্থিতিতে বজায় রাখতে হবে সামাজিক দুরত্ব। সরকারের পাশাপাশি তারকারাও ক্রমেই সচেতন করে চলেছেন সাধারণ মানুষকে। সাধ্যমত বাড়িয়েছেন সাহায্যের হাতও। কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা যায় তা নিয়ে একাধিক টিপসও দিয়েছেন তাঁরা। আর এমন সময় যোগাযোগের একটাই রাস্তা রয়েছে খোলা, তা হল নেট দুনিয়া। 

আরও পড়ুন-বাংলার শ্রমিকদের পাশে টলিউডের 'বাদশা', আর্থিক সাহায্য দান অভিনেতার

সেই নেট দুনিয়াতেই সর্বদা সচল রয়েছেন অমিতাভ বচ্চন। একের পর এক পোস্ট করে তিনি সকলের সঙঅগে তাল মিলিয়ে রেখে চলেছেন যোগাযোগ। আর সময় কাটানোর উপায়ও সেই নেট দুনিয়াই। নেই ব্যস্ততা, তাই অবসরে ঘরের কাজ, পরিবারের সঙ্গে গল্প, সিনেমা দেখা ও নেট দুনিয়ায় পৃথিবীর সঙ্গে এক ক্লিকে যোগাযোগ রাখা। তেমনটাই রোজের রুটিন হয়ে গিয়েছে অমিতাভের জন্য।

Scroll to load tweet…

এমনই সময় নেট ঘাটতে ঘাটতে হাতে এল এক ভাইরাল ভিডিও। সেখানে একজন মদের ওপর ফায়ার করে তা দিয়ে সিগারেট জ্বালিয়ে, ফায়ার শট নিতে গেলেন। এমনতি তা গায়ে পড়ে গিয়ে লাগল যৌনাঙ্গে আগুন। মজার এই ভিডিও পোস্ট করে বিগ-বি লিখলেন, আগুন নিভল তো! 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা