Asianet News BanglaAsianet News Bangla

Aryan Khan Bail- মন্নতে আলোর রোশনাই, আরিয়ানের জামিনে খুশির জোয়ার বলিউডে, টুইট পোস্ট সোনু-স্বরার

গত বৃহস্পতিবার দীর্ঘ ২৬ দিন পর  মাদক কান্ডে গ্রেফতার শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিনের আবেদন মঞ্জুর করেছে বম্বে হাই কোর্ট। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই যেন খুশির জোয়ারে ভাসছে বলিউড তথা শাহরুখ ভক্তরা। ইতিমধ্যেই মন্নতের বাইরে প্রি-দিওয়ালি সেলিব্রেশনে মেতেছে অনুরাগীরা।

Aryan Khan gets bail from bombay high court sonu sood swara bhaskar and others reaction BRD
Author
Kolkata, First Published Oct 29, 2021, 9:19 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ঘোর অন্ধকার কেটে গিয়ে মন্নতে (Mannat) শুধু আলোর রোশনাই। উৎসবের দিনগুলিতে বিশেষত নবরাত্রিতে মন্নতে বিষাদের সুর থাকলেও শাহরুখের (Shahrukh Khan )জন্মদিনের আগেই ঘরে ছেলে ঘরে ফিরেছে। গত বৃহস্পতিবার দীর্ঘ ২৬ দিন পর  মাদক কান্ডে গ্রেফতার শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিনের আবেদন মঞ্জুর করেছে বম্বে হাই কোর্ট (Bombay High Court)। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই যেন খুশির জোয়ারে ভাসছে বলিউড তথা শাহরুখ ভক্তরা। ইতিমধ্যেই মন্নতের বাইরে প্রি-দিওয়ালি (Diwali) সেলিব্রেশনে মেতেছে অনুরাগীরা।

 

Aryan Khan gets bail from bombay high court sonu sood swara bhaskar and others reaction BRD

 

দিওয়ালিটা বরাবরই লাকি শাহরুখের জন্য। দিওয়ালির (Diwali) আগে কিছু না কিছু ভাল তার জীবনে ঘটবে তেমনটাই মনে করেন বলিউডের বাদশা। এবারও তেমনটাই হল। ভক্তরা বলছেন আরিয়ানের রেহাই হল শাহরুখের শুক্রবারের সবচেয়ে বড় রিলিজ। আরিয়ানের গ্রেফতারির পর থেকেই শাহরুখের পাশে দাঁড়িয়েছে বলিউডের একাংশ। হৃত্বিক রোশন থেকে সলমন খান, সোনু সুদ,স্বরা ভাস্কর, হনসল মেহতারা সকলেই আরিয়ানের গ্রেফতারি নিয়ে সওয়াল করেছেন। আরিয়ানের (Aryan Khan) গ্রেফতারির খবর পেয়েই বন্ধু শাহরুখের পাশে দাঁড়াতে মন্নতে (Mannat) ছুটে এসেছিলেন সলমন খান।

আরও পড়ুন-Aryan Khan Bail: ভাই ঘরে ফিরতেই সুহানার কি পোস্ট করলেন, মুহূর্তে ভিউ ছাড়ালো ২ লাখ

আরও পড়ুন-Aryan Khan Bail: ছেলে জেলে, টানা ২২ দিন কোথায় ছিলেন শাহরুখ খান, ব্যবহার করতেন না নিজের গাড়িও

আরও পড়ুন-Aryan Khan Drug Case: গ্রেফতারের ৩ দিন আগেই নোটিশ পাবেন সমীর ওয়াংখেড়ে, আদালতে বলল মুম্বই পুলিশ

 

শাহরুখ খানের ছেলে আরিয়ানের জামিনের খবর পেয়েই বলি অভিনেতা সোনু সুদ টুইটে জানিয়েছেন, সময় যখন ন্যায় করে, তখন কোনও সাক্ষীর প্রয়োজন পড়ে না। তবে কারোর নাম না নিয়েই টুইট পোস্ট করেছেন সোনু সুদ।

 

 

বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী স্বরা ভাস্কর আরিয়ানের জামিন মঞ্জুরের খবর পেয়েই টুইটে লিখেছেন, অবশেষে... পাশাপাশি হাততালি ইমোজি শেয়ার করেছেন ।

 

 

আরিয়ানের মাদককান্ডে বরাবরই শাহরুখ -গৌরীর পাশে থেকেছেন হনসল মেহতা। এবার এনসিবিকে একহাত নিয়ে টুইটে লেখেন, আই ওয়ান্ট টু হ্যাভ এ ব্লাস্ট টুনাইট।

 

বলি অভিনেত্রী মালাইকা আরোরা আরিয়ানের বেলের খবর পেয়েই টুইটে লেখেন ভগবানকে অশেষ ধন্যবাদ। গত ২ রা অক্টোবর প্রমোদতরীর ক্রুজ পার্টি থেকে এনসিবি-র হাতে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খানে। অবশেষে মিলল স্বস্তি। একাধিকবার ম্যাজিস্ট্রেট কোর্ট, সেশন কোর্ট খারিজ করেছে  আরিয়ানের জামিনের আবেদন। বুধবারও আরিয়ানের জামিনের শুনানির আবেদন বেশি দূর এগোয় নি। অবশেষে বৃহস্পতিবার হাই কোর্টের শুনানিতে সবার মুখে যেন হাসি  ফুটেছে। শাহরুখের জন্মদিনের আগে ছেলেকে বাড়িতে পেয়েই স্বস্তিতে বলিউডের বাদশা ও গৌরী খান।

Follow Us:
Download App:
  • android
  • ios