জন্মদিনে মুক্তি পেল নতুন লুকসইফের পরবর্তী ছবির নাম লাল কাপতানঅন্য ঘরানার ছবির স্বাদ মিলবে এই ছবিতেএন এইচ ১০ এর পর পরিচালকের পরবর্তী ছবি লাল কাপতান 

শুক্রবারই ৪৯তম জন্মদিন মহা সমারহে পালন করলেন নবাব পুত্র। সেই দিনই তাঁর ভক্তদের জন্য রইল বড় চমক। প্রকাশ্যে এল সইফ অভিনীত পরবর্তী ছবির প্রথম লুক। দেখা মাত্রই তা ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই অভিনেতার ওয়েব সিরিজ জনপ্রিয়তা পৌঁচ্ছাল তুঙ্গে। 

আরও পড়ুনঃ মুক্তির দুদিনের মধ্যেই নেট জগতে ভাইরাল মিশন মঙ্গল ও বাটলা হাউস

চলতি বছর পুজোতেই আসছে নতুন ছবি। সেই ছবির লুই এবার নবাব পুত্রের জন্মদিনে প্রকাশ পেল। ছবির নাম লাল কাপতান। এখানে সন্ন্যাসীর ভুমিকায় দেখা গেল সইফকে। কপালে লাল তিলক, সামনে আগুন, মুখে ছাই মেখেই মুখ তুললেন সইফ। এই ধরনের চরিত্রে তাঁকে বলিউডে এর আগে দেখা যায়নি। তাই ছবির লুককে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে জল্পনা। 

Scroll to load tweet…

১১ই অক্টোবর মুক্তি পাবে এই ছবি। ছবির পরিচালনায় রয়েছেন নভদীপ সিং। লাল কাপতান ছবির চিত্রনাট্যে যে এক অন্য ঘরানার স্বাদ থাাকবে তা এক ঝলকেই স্পষ্ট দর্শকদের কাছে। সইফ-এর জন্মদিনেই মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের সেক্রেড গেম-এর দ্বিতীয় সিরিজ। সরতাজের ভুমিকায় থাকছেন তিনি এখানে। বর্তমানে পুরোদমে চলছে ছবির শ্যুটিং।