সংক্ষিপ্ত

  • লকডাউনের জেরে পরিবেশ এখন বেশ খানিকটা দূষণমুক্ত।
  • দূষণমুক্ত শহর গুলি দেখতে কেমন লাগে, তার বেশ কিছু ছবি ভাইরালও হয়েছে নেটদুনিয়ায়।
  • তবে দূষণমুক্ত জলে যে তিমি মাছ দেখা যাবে, তাও আবার মুম্বইতে এ কথা কেউ ভাবেননি।
  • বম্বে হাইয়ের তেলের প্ল্যাটফর্মের কাছে দেখা গেল দু'টি হাম্পব্যাক তিমি মাছ, যার ভিডিও শেয়ার করেছেন নিখল চিনাপ্পা।

রোডিস শোয়ের বিচারক নিখিল চিনাপ্পার শেয়ার করা ভিডিওতে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। দুটি অতিকায় হাম্পব্যাক তিমি মাছের সন্ধান পাওয়া গিয়েছে বম্বে হাইয়ের তেলের প্ল্যাটফর্মের কাছে। সাধারণত বিদেশেই এমন দৃশ্য দেখে অভস্ত্য ভারতীরা। তবে লকডাউনের জেরে যে তিমি মাছের দর্শনও পাওয়া যাবে মুম্বইতে তা কেউই কল্পনা করেনি।

আরও পড়ুনঃ'মহাভারত নিয়ে একতা ছেলেখেলা করেছে', বিস্ফোরক মুকেশ খান্না

আরও পড়ুনঃকরোনা মুক্ত কণিকা, ষষ্ঠ করোনা টেস্টের ফলাফল নেগেটিভ

নিখিল চিনাপ্পা দুটি তিমি মাছের ভিডিওটি শেয়ার করে লিখেছেন, "দেখে মনে হাম্পব্যাক তিমি মাছ। বম্বে হাইয়ের তেলের প্ল্যাটফর্মের কাছে দেখা গিয়েছে এগুলিকে। মুম্বইয়ের বিচ থেকে ১৭৬ কিলোমিটার দূরে দেখা গিয়েছে। আমার মনে হয় তেল তৈরি করা বন্ধ হয়ে গিয়েছে বলেই তিমি মাছ গুলির দেখা পাওয়া গিয়েছে। ৫০ ফিট অবধি বৃদ্ধি পায় এরা। পুরুষ তিমি মাছরা গানও গাইতে পারে।"

 

আরও পড়ুনঃলকডাউনে স্পেনের আবহাওয়া নিয়ে হাজির ঐন্দ্রিলা, প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা

ভিডিওটি দেখে সকলের মুখে একটাই কথা, দূষণমুক্ত হচ্ছে পৃথিবী। লকডাউনের জেরে বাতাসে, জলে দূষণ অনেকমাত্রায় কমে গিয়েছে। দিন কতক আগেই মুম্বইয়ের রাস্তায় ময়ূর দেখা গিয়েছিল। শহরের রাস্তায় এভাবে ময়ূর দেখতে পাওয়া সত্যি অবাক হওয়ার বিষয়। ময়ূরের ভিডিও ভাইরাল হওয়ার পরই এবার তিমি মাছের ভিডিও ভাইরাল হল।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা