সংক্ষিপ্ত
ইন্দ্রনীল-বরখার তেরো বছরের সংসারের সলিল সমাধি। না আইনি বিচ্ছেদে না গেলেও, এক ঘরে আর নেই এই সেলেব পরিবার।
ইন্দ্রনীল-বরখার তেরো বছরের সংসারের সলিল সমাধি। না আইনি বিচ্ছেদে না গেলেও, এক ঘরে আর নেই এই সেলেব পরিবার। উল্লেখ্য জুন মাসের শুরুতেই ইন্দ্রনীল সেনগুপ্ত এবং বরখা বিশতের ডিভোর্সের গুঞ্জন প্রকাশ্য়ে এসেছিল। তবে সেই সময় রটনা বলে ধামা চাপা দিলেও, আগুন নেভেনি। বরং ধীমে আঁচে সম্পর্কটা আরও বিষাক্ত হয়ে উঠেছে।
আরও পড়ুন, আজও শহরে প্রেম নামে, অজান্তেই ছুঁয়ে যায় বুদ্ধদেব-র 'ঋজু'-'নয়না'রা
জুলাই মাসে বরখা বিশত তাঁর ইনস্টাগ্রাম থেকে স্বামী ইন্দ্রনীলকে আনফলো করে দেন। এরপর আবার অগাস্টের শুরুতেই পাল্টা স্ত্রীকে আনফলো করেন ইন্দ্রনীল সেনগুপ্ত। ইনস্ট্রাগ্রাম ঘাটলে দেখা যাবে, এবছরের মার্চেই শেষবার বরখার ছবি পোস্ট করেছিলেন ইন্দ্রনীল। তারপর থেকেই অভিনেতার টাইমলাইনে আর দেখা মেলেনি বরখা বিশতের। তবে আরও গভীরে গেলে দেখা যায়, ইনস্ট্রগ্রামে আনফলো করার কারণটা। বেশ কিছু দিন ধরেই ইন্দ্রনীলের সঙ্গে অভিনেত্রী ইশা সাহার সম্পর্কের সিজেলিং-র আওয়াজ মিলছিল সিনে দুনিয়ায়। মূলত তাঁর ফোঁড়নটা পড়েছিল, 'তরুলতার ভূত' ছবির হেঁসেলে। এই ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন ইন্দ্রনীল-ইশা।
আরও দেখুন, রণবীর কাপুরের সঙ্গে কথা বলতে চান, মোবাইল নম্বর কীভাবে পাবেন, জানিয়ে দেবে এই খুদে ব্যক্তি
সম্প্রতি বরখার সঙ্গে দাম্পত্য সম্পর্কে চিড় ধরা প্রসঙ্গে মুখ খুলেছেন ইন্দ্রনীল। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়া, কোথাও আমি কোনও দিন আমার ব্য়াক্তিগত জীবন নিয়ে আলোচনা করিনি। আসলে তারকাদের কাজ সবসময়ই সবার চোখের সামনেই থাকে। তাঁদের কাজ, পারিবারিক জীবন নিয়ে চলে সারাটাক্ষণই কাঁটাছেড়া। আমি সেই আলোচনায় অংশ নিতে চাইনি। আর কোনওদিন চাইবও না। এটা আমার সচেতন সিদ্ধান্ত।যদিও সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইশাও জানিয়েছেন, আগে নতুন ছিলাম, তাই এই ধরনের খবরে মনখারাপ হতো। তবে এখন সব কিছু সহ্য হয়ে গিয়েছে।' ইন্দ্রনীলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলেই দাবি ইশার।
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস