সংক্ষিপ্ত
- উৎসবের মরশুমে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড
- আগুন লাগল ভোজ্য তেলের কারখানা ও গুদামে
- বরাতজোরে রক্ষা পেলেন শ্রমিকরা
- আতঙ্ক ছড়াল বর্ধমান শহর লাগোয়া এলাকায়
পত্রলেখা বসু চন্দ্র, বর্ধমান: ভাইফোঁটার সকালে ফের অগ্নিকাণ্ড। দাউ দাউ জ্বলে উঠল ভোজ্য তেলের কারখানা। আগুন ছড়িয়ে পড়ল আশেপাশে জঙ্গলেও। পুড়ল বনাভূমির একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে রীতিমতো হিমশিম খেলেন দমকলকর্মীরা। আতঙ্ক ছড়াল বর্ধমানে।
আরও পড়ুন: মহিলাদের কটুক্তির প্রতিবাদ করে আক্রান্ত দুই যুবক, গুলি চলল কাঁকিনাড়ায়
বর্ধমানের শহর লাগোয়া প্যামরা এলাকায় রয়েছে একটি ভোজ্য তেলের কারখানা, সঙ্গে গুদামও। কারখানার আশেপাশে বেশ কিছু খোলা জায়গা, তার পাশে চলে গিয়েছে তেলের পাইপলাইন। রোজকার মতোই সোমবারও কারখানা কাজ করছিলেন শ্রমিকরা। দুপুর ১টা নাগাদ প্রথমে আগুনে ফুলকি দেখা যায়। এরপর চোখের নিমেষে কালো ধোঁয়া ঢেকে যায় গোটা এলাকা। বিপদ বুঝে শ্রমিকরা যখন কারখানার বাইরে বেরোন, ততক্ষণে কারখানার পিছনে বেশ কিছু জঙ্গল পুড়ে গিয়েছে। তড়িঘড়ি কারখানায় ইলেকট্রিকের কাজ বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন: ফের করোনার থাবা পুলিশ মহলে, করোনা আক্রান্ত হয়ে মৃত আরও এক পুলিশ অফিসার
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। কিন্তু আগুন নেভাতে গিয়ে হিমশিম খান দমকলকর্মী। কারণ, কারখানা লাগোয়া গুদামে মজুত ছিল প্রচুর পরিমাণে ভোজ্য তেল। যা অতিমাত্রায় দাহ্য। শুধু তাই নয়, তেলের পাইপলাইন বরাবরও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট। দমকলের দাবি, তাদের তৎপরতার কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।