সংক্ষিপ্ত
- সরকারি চাকরি দেওয়ার নামে 'প্রতারণা'
- অভিযুক্ত মহকুমা হাসপাতালের শীর্ষ দুই আধিকারিক
- তদন্ত কমিটি গঠন স্বাস্থ্য দপ্তরের
- শোরগোল বর্ধমানের কাটোয়ায়
পত্রলেখা বসু চন্দ্র, বর্ধমান: পিওন নয়, সাফাইকর্মীর চাকরি! খোদ মহকুমা হাসপাতালের ডেপুটি সুপার ও অ্যাসিস্ট্যান্ড সুপারের বিরুদ্ধে এবার প্রতারণার অভিযোগ আনলেন এক তরুণী। ঘটনার শোরগোল পড়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়।
আরও পড়ুন: ধারালো অস্ত্র দেখিয়ে মহিলা বিমাকর্মীকে ধর্ষণ, চার বছরের সশ্রম কারাদণ্ড যুবকের
জানা গিয়েছে, অভিযোগকারী ওই মহিলার বাড়িতে কাটোয়া শহরেই। সম্প্রতি জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ওই মহিলার দাবি, কাটোয়া হাসপাতালে পিওনের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে কুড়ি হাজার টাকা নিয়েছেন ডেপুটি সুপার অনন্য় ধর ও অ্যাসিস্ট্যান্ড সুপার সুপ্রিয় দত্ত। কিন্তু ফ্রেরুয়ারি মাসে যখন হাসপাতালে কাজে যোগ দেন, তখন জানতে পারেন পিওন নয়, সাফাকর্মী পদে চাকরি পেয়েছেন তিনি। শুধু তাই নয়, ওই মহিলাকে কোনও নিয়োগপত্রও দেওয়া হয়নি বলে অভিযোগ।
আরও পড়ন: মন্দির তৈরির সাধ অধরা, প্রতারকের খপ্পরে পড়ে লক্ষাধিক টাকা খোয়ালেন সন্ন্যাসী
আরও পড়ুন: বাংলায় আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, উত্তর-পূর্ব ভারতেও বর্ষণের আশঙ্কা
এদিকে এই ঘটনা জানাজানি হতে শোরগোল পড়ে গিয়েছে কাটোয়া শহরে। অভিযোগ পাওয়ার পর নড়চড়ে বসেছে প্রশাসনও। তিন সদস্যের তদন্ত কমিটির গঠন করা হয়েছে। যদিও চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন কাটোয়া হাসপাতালের অভিযুক্ত ডেপুটি সুপার ও অ্যাসিস্ট্যান্ড সুপার।