সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক। 

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

১৩ মে শনিবার প্রতি গ্রামে ৪০ টাকা করে কমে গেছে ২২ ক্যারট সোনার দাম। আজ ১ গ্রামের দাম হয়েছে ৫,৬৫৫ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৬,৫৫০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৫,২৪০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ কমতির দিকে। শনিবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৬৫,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৬৫৫ টাকা

৮ গ্রাম - ৪৫,২৪০ টাকা

১০ গ্রাম - ৫৬,৫৫০ টাকা

১০০ গ্রাম - ৫,৬৫,৫০০ টাকা

অন্যদিকে ১৩ মে তারিখে প্রতি গ্রামে ৪৪ টাকা করে কমে গেছে ২২ ক্যারট সোনার দাম। ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,১৬৯ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৯,৩৫২ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬১,৬৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম শনিবার কমে হয়েছে ৬,১৬,৯০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬,১৬৯ টাকা

৮ গ্রাম - ৪৯,৩৫২ টাকা

১০ গ্রাম - ৬১,৬৯০ টাকা

১০০ গ্রাম - ৬,১৬,৯০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দামের সাথে সাথে রুপোর দামও নিম্নমুখী। রুপোর দর কমেছে প্রতি গ্রামে ২ টাকা ৬০ পয়সা করে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো শনিবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭৫ টাকা

৮ গ্রাম - ৬০০ টাকা

১০ গ্রাম - ৭৫০ টাকা

১০০ গ্রাম - ৭,৫০০ টাকা

আরও পড়ুন -

প্রোফাইল ঘেঁটে দেখলেই চলে যাচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট, ফেসবুকের গোলযোগে ধরা পড়ে যাচ্ছেন সব ‘স্টক’কারীরা
এক সপ্তাহের মধ্যেই ধ্বংসের মুখোমুখি হতে চলেছে পৃথিবী? ভয়ঙ্কর সৌরঝড় ওঠার পূর্বাভাস দিচ্ছেন বিজ্ঞানীরা

সাবধান! বাড়ির মূল দরজার ক্ষেত্রে এই ভুলগুলি করলেই আপনার ভাগ্যে ঘনিয়ে আসবে বড়সড় বিপদ, জেনে নিন প্রধান ফটকের বাস্তু টিপস