- Home
- Business News
- Other Business
- অবসরের পর মাসে ২০,৫০০ টাকা আয় করতে চান? তাহলে আপনার বিনিয়োগের সঠিক ঠিকানা এই প্রকল্প
অবসরের পর মাসে ২০,৫০০ টাকা আয় করতে চান? তাহলে আপনার বিনিয়োগের সঠিক ঠিকানা এই প্রকল্প
চাকরি জীবন শেষ হবেই। আর ঠিক তখনই কমবে আয়। সরকারি কর্মীদের পেনশন রয়েছে। কিন্তু বেসরকারি কর্মীদের সেসবের বালাই নেই। তাই কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প রয়েছে। যেখানে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন।

অবসর জীবন
চাকরি জীবন শেষ হবেই। আর ঠিক তখনই কমবে আয়। সরকারি কর্মীদের পেনশন রয়েছে। কিন্তু বেসরকারি কর্মীদের সেসবের বালাই নেই। এই অবস্থায় বেসরকারি কর্মীদের কর্মরত অবস্থাতেই ভবিষ্যতের জন্য সঞ্চয় করে যেতে হবে। বিশেষ করে এঁদের কথা ভেবেই কেন্দ্রীয় সরকার ২০০৪ সালে একটি প্রকল্প চালু করেছিল। তাতে প্রবীণ নাগরিকদের মাসে ২০৫০০ টাকা পর্যন্ত আয়ের সুযোগ রয়েছে।
স্বল্প সঞ্চয়ে বিনিয়োগ
স্বল্প সঞ্চয়ে বিনিয়োগ করতে চাইলে বয়স্ক নাগরিকরাদের জন্য এই প্রকল্পটি সবথেকে ভাল। এই প্রকল্প থেকে নিয়মিত আয় করা যায়, তেমনই বছরে ৮.২% সুদও পাওয়া যায়।
বিনিয়োগের মাধ্যম
পোস্ট অফিসে বা ব্যাঙ্কের মাধ্যমে খুব সহজে বিনিয়োগ করা যায় এই প্রকল্পে। সর্বনিম্ন ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় এই প্রকল্পে। এটি ৫ বছরের লক ইন প্রকল্প।
মাসিক আয়
এককালীন বিনিয়োগের মাধ্যমে অবসর গ্রহণের পর এই প্রকল্পটি থেকে মাসিক ২০ হাজার ৫০০ টাকা পর্যন্ত আয় করা যায়। এটি নিরাপদ প্রকল্প। কর ছাড়ের একাধিক সুযোগ পাওয়া যায়।
সুদের হিসেব নিকেশ
বর্তমানে এই প্রকল্পে বার্ষিক সুদের হার ৮.২ শতাংশ। প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্পে ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি বছর ২ লক্ষ ৪৬ হাজার টাকা সুদ পাওয়া যায়। যেহেতু সুদ ত্রৈমাসিক অনুযায়ী জমা হয়, বিনিয়োগকারীরা প্রতি তিন মাসে ৬১,৫০০ টাকা পাবেন। বার্ষিক সুদকে ১২ মাসে ভাগ করলে আয়ের পরিমাণ দাঁড়াবে ২০ হাজার ৫০০ টাকা।
বিশেষ দ্রব্যষ্ট
এই প্রতিবেদন শুধুমাত্র তথ্য সরবরাহের জন্য। আপনার বিনিয়োগের সিদ্ধান্ত ব্যক্তিগত আপনারই। বিনিয়োগের জন্য আপনি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। সেটাই সঠিক পথ ।

