গুগল ক্রোমকে নাকি টক্কর দেবে ব্রাউজার Atlas! কিন্তু এবার অন্য কথা শোনা গেল বিশেষজ্ঞদের মুখে। সাম্প্রতিক এক সমীক্ষায় ধরা পড়েছে, এই ব্রাউজারকে যতটা নিরাপদ মনে করা হচ্ছিল ততটা তা নয়

চ্যাটজিপিটি আসার পর থেকেই প্রযুক্তির দুনিয়ায় নয়া দিগন্ত খুলেছে ওপেনএআই। এবার সেই সংস্থা বাজারে এনেছে নিজেদের ওয়েব ব্রাউজার Atlas। দাবি-এটি নাকি গুগল ক্রোমের সরাসরি প্রতিদ্বন্দ্বী! কিন্তু প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অ্যাটলাস হতে পারে হ্যাকারদের সবচেয়ে সহজ লক্ষ্য, অর্থাৎ সফট টার্গেট। ২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশ করেছিল চ্যাটজিপিটি। প্রথম থেকেই চমকে দিয়েছিল ওপেনএআই নির্মিত চ্যাটবটটি। এবার ওই সংস্থা নিয়ে এসেছে ওয়েব ব্রাউজার অ্যাটলাস। গুগল ক্রোমকে নাকি টক্কর দেবে এই ব্রাউজার! কিন্তু এবার অন্য কথা শোনা গেল বিশেষজ্ঞদের মুখে। সাম্প্রতিক এক সমীক্ষায় ধরা পড়েছে, এই ব্রাউজারকে যতটা নিরাপদ মনে করা হচ্ছিল আদপে তা নয়! ‘লেয়ারএক্স সিকিউরিটি’র বিশেষজ্ঞরা দাবি করেছেন, হ্যাকাররা অনায়াসে গোপন কোড বা কমান্ড ব্যবহার করে ব্রাউজারের দখল নিতে পারে। এবং ইউজাররা ঘুণাক্ষরেও টের পান না।

সম্প্রতি ‘LayerX Security’ একটি সমীক্ষায় জানিয়েছে, অ্যাটলাসে এখনও পর্যন্ত শক্তিশালী অ্যান্টি-ফিশিং সুরক্ষা নেই। ফলে ক্রোম বা এজের মতো ব্রাউজারের তুলনায় অ্যাটলাস ব্যবহারকারীরা হ্যাকার আক্রমণের ঝুঁকিতে প্রায় ৯০% বেশি।

এক্ষেত্রে সবচেয়ে আলোচনায় যে ফিচারটি, সেটি হল 'Memory' ফিচার। ২০২৪ সালে চালু হওয়া এই ফিচার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, পছন্দ, আগ্রহ, এমনকি নামও মনে রাখে। সুবিধা যতটা, বিপদও ঠিক ততটাই কারণ বিশেষজ্ঞদের দাবি, হ্যাকাররা ঠিক এই তথ্যগুলোকেই কাজে লাগিয়ে ব্যবহারকারীর ডিভাইস এবং অ্যাকাউন্টের ওপর নিয়ন্ত্রণ নিতে পারে বিনা শব্দে, বিনা সতর্কতায়।

ব্যবহারকারী ডিভাইস বন্ধ করলেও সমস্যা শেষ হয় না। কারণ এই তথ্যগুলো সার্ভারে সংরক্ষিত থাকে। তাই লগ ইন করলেই আবার বিপদ ফিরে আসে।

চ্যাটজিপিটির জনপ্রিয়তা এখন চূড়ান্ত পর্যায়ে-৮০০ মিলিয়নেরও বেশি ইউজার। ওপেনএআই Atlas-কে বিজ্ঞাপনভিত্তিক নতুন ব্যবসা এবং আয়ের উৎস হিসেবে দেখতে চাইছে। কিন্তু নিরাপত্তা নিয়ে এই প্রশ্নচিহ্ন Atlas-এর ভবিষ্যতকে ধোঁয়াশায় ফেলে দিচ্ছে।