সপ্তাখানেক আগেই আগামী মাসের ছুটির তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। চলতি বছরের মার্চ মাসে প্রায় ১৩ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা (Bank Holiday)। আর্থিক বছরের শেষ মাস হল মার্চ মাস। এই মার্চ মাসে ব্যাঙ্কের কর্মীদের অনেক বেশি কাজ থাকে। ব্যাঙ্কিং বিনিয়োগ ও আয়কর সংক্রান্ত অনেক কাজ করতে হয় কর্মীদের। আর এই মাসেই কিনা ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের পরিষেবা। অন্যদিকে আবার হোলির (Holi) মতো উৎসবও আছে এই মাসে। এছাড়া মার্চ মাসের শুরুতেই মহা শিবরাত্রি উৎসব (Shivratri) পালিত হবে ধুমধাম করে। চলতি বছরের একই মাসেই যেহেতু দুটো উৎসব একইসঙ্গে পালিত হবে সুতরাং আপনার যদি ব্যাঙ্কের কোনও কাজ থাকে তাহলে তা আর দেরি না করে তাড়াতাড়ি করে নিন।