যেসব করদাতারা ২০২০-২০২১ অর্থবর্ষে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেছেন, আয়কর বিভাগের পক্ষ থেকে আরও একবার তাদের যাচাই করে নিতে বলা হয়েছে। সম্প্রতি আয়কর বিভাগের পক্ষ থেকে সোশ্যাল সাইট টুইটারে টুইট করে জানান হয়েছে এই বিষয়টি। প্রসঙ্গত, ইনকাম ট্যাক্স রিটার্ন যদি আরও একবার যাচাই না করা হয় তবে তা অসম্পূর্ণ বলেই ধরে নেওয়া হয়ে থাকে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে আয়কর রিটার্ন আরও একবার যাচাই করার শেষ দিন।