- Home
- Business News
- Other Business
- SBI credit card: বদলে যাচ্ছে SBI ক্রেডিট কার্ডের নিয়ম, জানুন এবার কী কী করতে হবে আপনাকে
SBI credit card: বদলে যাচ্ছে SBI ক্রেডিট কার্ডের নিয়ম, জানুন এবার কী কী করতে হবে আপনাকে
SBI ক্রেডিট কার্ডের নিয়মে বড় বদল। ১৫ জুলাই থেকে এই বদল কার্যকর করা হচ্ছে। জনুন নতুন কী কী নিয়ম চালু হচ্ছে। অন্যদিকে কিছু সুবিধে প্রত্যাহার করা হয়েছে।

ক্রেডিট কার্ডের নিয়ম বদল
আগামী জুলাই থেকে বদলে যাচ্ছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ক্রেডিট কার্ডের নিয়ম।
নতুন নিয়ম কার্যকর
আগামী ১৫ জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে।
গণনা পদ্ধতি পরিবর্তন
MDA বা গণনা পদ্ধতি পরিবর্তন করেছে এসবিআই। এটি একজন কার্ড থাকা ব্যক্তির ক্রেডিট বিলিং চক্র নির্ধারণ করে।
নিয়ম
কার্ড থাকা একজন ব্যক্তির বিলিং চক্রের নির্ধারিত তারিখের মধ্যে বিল পরিশোধ করতে হয়। যদি তা না হয় তাহলে ডিফল্টার হিসেবে গণ্য করা হয় সংশ্লিষ্টকে।
আশাবাদী
MAD গণনার সঙ্গে এই সমন্বয়ের ফলে উল্লেখযোগ্য বকেয়া ব্যালেন্স থাকা কিছু ক্রেডিট কার্ডধারীর জন্য ন্যূনতম পরিমাণের পেমেন্ট বেশি হবে বলে আশা করা হচ্ছে।
নতুন নিয়ম
নতুন MAD সূত্রটি প্রতি মাসে টাকা চার্জ এবং ফি সম্পূর্ণ নিষ্পত্তি নিশ্চিত করে, তাদের অনাদায়ী বা আংশিকভাবে পরিশোধ না করে এবং সময়ের সঙ্গে সঙ্গে চক্রবৃদ্ধি না করে।
নতুন নিয়ম
এখন থেকে মিনিমাম অ্যামাউন্ট ডিউ মিনি গণনার পদ্ধতি পরিবর্তন করা হবে
অ্যামাউন্টে যুক্ত
GST-র সম্পূর্ণ পরিমাণ, EMI-র কিস্তি, সব ধরণের ফি এবং চার্জ, ফাইন্যান্স চার্জ এবং যদি কার্ডের লিমিটের বাইরে খরচ হয়, সেক্ষেত্রে ওভারলিমিট অ্যামাউন্টকে যুক্ত করা হবে।
২ শতাংশ যোগ
যে অর্থ এরপরে থাকবে তার ২ শতাংশ যোগ করে মোট মিনিমাম অ্যামউন্ট ডিউ নির্ধারণ করা হবে।
বিমা প্রত্যাহার
এসবিআই ক্রেডিট কার্ডের কিছু বিনামূল্যের বিমা সুবিধে প্রত্যাহার করা হয়েছে। এখনও পর্যন্ত এই সুবিধে পাওয়া যাচ্ছিল।

