- Home
- West Bengal
- West Bengal News
- মহার্ঘ ভাতা আর বাড়ি ভাড়া নিয়ে স্বস্তি সরকারি কর্মীদের, বিচারপতি অমৃতা সিংহার নির্দেশে প্রকাশ পাবে রিপোর্ট
মহার্ঘ ভাতা আর বাড়ি ভাড়া নিয়ে স্বস্তি সরকারি কর্মীদের, বিচারপতি অমৃতা সিংহার নির্দেশে প্রকাশ পাবে রিপোর্ট
কলকাতা হাইকোর্ট ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত ব্যাপারে একটি বড় নির্দেশ দিয়েছে। বলা হয়েছে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সংক্রান্ত রিপোর্টটি অবিলম্বে প্রকশ করার জন্য।

কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ
কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ-র দাবিতে দীর্ঘ দিন ধরেই সরব রাজ্যের সরকারি কর্মীরা। এবার তাদের প্রতীক্ষার অবসান হতে পরে।
কলকাতা হাইকোর্টের নির্দেশ
কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত ব্যাপারে একটি বড় নির্দেশ দিয়েছে। বলা হয়েছে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সংক্রান্ত রিপোর্টটি অবিলম্বে প্রকশ করার জন্য।
বিচারপতি অমৃতা সিনহা
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা অবিলম্বে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন
মামলাকারী
ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার মামলাটি করেছেন। তাতেই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যা রাজ্যের সরকারি কর্মীদের আশার আলো দেখাচ্ছে।
আদালতের নির্দেশ
ষষ্ঠ বেতন কমিশনের সম্পূর্ণ রিপোর্টটি অবিলম্বে অনলইনে আপলোড করতে হবে। আর রিপোর্টের একটি কপি মামলাকারী ও ইউনিটি ফোরামকে হস্তান্তর করতে হবে।
আদালতের মন্তব্য
এই মামলায় আদালত জনিয়েছে, এই ধরনের গুরুত্বপূর্ণএকটি নথি এতদিন ধরে অপ্রকাশিত রাখা শুধু অনুচিতই নয়, বরং কর্মীদের প্রতি এটি এক ধরনের অবিচার।
কর্মীদের অধিকার
মামলাকরী দেবপ্রসাদ হালদার জানিয়েছে, প্রায় এক দশক ধরে রাজ্যের কর্মীরা এই রিপোর্টের জন্যই অপেক্ষা করে রয়েছেন। তাদের মতে এই রিপোর্টে কর্মীদের মহার্ঘ ভাতা আর বাড়ি ভাড়া সংক্রান্ত গুরুত্ব তথ্য রয়েছে।
উপকৃত হবেন সরকারি কর্মীরা
সরকারি কর্মীরা জানিয়েছেন,তাঁরা দীর্ঘ দিন ধরেই এই রিপোর্টের অপেক্ষায় ছিলেন। এই রিপোর্টের সঙ্গে তাঁদের আর্থিক অবস্থা অনেকটাই জড়িয়ে রয়েছে।
নৈতিক জয়
ইউনিটি ফোরামের পক্ষ থেকে একাধিকবার আবেদন করা সত্ত্বেও রাজ্য সরকার রিপোর্ট প্রকাশে গড়িমসি করায়, তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন। এই আইনি লড়াইকে ইউনিটি ফোরাম তাদের এক নৈতিক জয় হিসেবেই দেখছে।
রাজ্য সরকারের আইনজীবীর বক্তব্য
শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী জানা, আদালতের নির্দেশ পেলেই তাঁরা এই রিপোর্ট প্রকাশ করতে প্রস্তুত। মামলার পরবর্তী শুনানি ১ জুলাই।
কর্মীদের আশা
কর্মীদের আশা খুব তাড়াতাড়ি সরকার এই রিপোর্ট প্রকাশ করবে।
বকেয়া ডিএ
অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এখনও রাজ্য সরকার এখনও সেই সংক্রান্ত কোনও নির্দেশ জারি করেনি।

