সংক্ষিপ্ত

বাজেট পেশ হতেই চাঙ্গা হয়ে উঠল শেয়ার বাজার। প্রতিবারের মতোই এবারের বাজেট নিয়েও প্রত্যাশা রয়েছে। বাজার খুলতেই দেখা গেল সেনসেক্স ৪০০ ছাড়িয়ে গেছে। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে নিফটি-র গ্রাফ।

শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাজেট ২০২৩। বেলা ১১ টা থেকে সংসদে বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৪ সালে লোকসভা ভোট। ভোটের আগে অর্থাৎ বুধবার শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাজনৈতিক বিশ্লেষকদের আসা,ভোটের আগে এই বাজেট জনমুখী হওয়ারই সম্ভাবনা বেশি। আগামী অর্থ বছরের বাজেট পেশ হতেই চাঙ্গা হয়ে উঠল শেয়ার বাজার। প্রতিবারের মতোই এবারের বাজেট নিয়েও প্রত্যাশা রয়েছে। বিশেষ করে বাজেটের দিন নজর থাকে শেয়ার বাজারের দিকে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণার উপরই নির্ভর করে শেয়ার বাজারের ওঠানমা। তবে চলতি বছরে বাজেটের শুরুতেই শেয়ার বাজারে ধামাকাদার চমক। বাজেটের দিনই সেনসেক্স-নিফটির সূচক উর্ধ্বমুখী। বিগত কয়েকদিন ধরে আদানি গোষ্ঠীর দুর্নীতির খবরে কিছুটা হলেও মনমরা ছিল দালাল স্ট্রিট। বুধবার শেয়ার বাজারে শুরুটাই ইতিবাচক। বাজেট পেশের আগে একলাফে উঠতে শুরু করেছে সেনসেক্স। যার ফলে শেয়ার বাজারে খুশির হাওয়া। বাজার খুলতেই দেখা গেল সেনসেক্স ৪০০ ছাড়িয়ে গেছে। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে নিফটি-র গ্রাফ।

 

 

বাজেট ঘিরে প্রত্যাশা তুঙ্গে সকলেরই। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে এটাই মোদী সরকারের শেষ বাজেট। মঙ্গলবার শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স ছিল ৫৯,৫৫০। এবার বুধবার বাজার খুলতেই তা চড়চড়িয়ে বেড়ে গেল ৬০, ০৭৮। যা একধাক্কায় বেড়ে যায় ৪০০। এরপরে তা ৫০০-র গন্ডিও ছড়িয়ে যায়। সেনসেক্সের পাশাপাশি নিফটিও বেড়েছে। মঙ্গলবার বাজার বন্ধের সময় নিফটি ছিল ১৭,৬৬২। বাজার খুলতেই সেই নিফটি পয়েন্ট একধাক্কায় ১৫০ বাড়ল। বিগত কয়েকদিন যেভাবে শেয়ার বাজারে ধস নেমেছিল তাতে রীতিমতো হাহাকার পড়ে গিয়েছিল।আন্তর্জাতিক বাজারের তরফে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল যে বাজেট শুরুর আগে শেয়ার বাজারের শুরুটা ইতিবাচক হবে। নিফটির সূচকও ১.৫২ শতাংশ বেড়েছিল গতকাল। শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, আজ নিফটির সূচক ১৭,৪০০ থেকে ১৭,৮০০ মধ্যে থাকবে। তবে বাজেট শুরু হতেই সেই চিত্রটা মুহূর্তের মধ্যে পাল্টে গেল।

আরও পড়ুন-

Budget 2023: এবারের কেন্দ্রীয় বাজেট থেকে কী প্রত্যাশা এফএমইজি সেক্টরের, জানুন বিস্তারিত

Budget 2023: কৃষকদের আয় বাড়বে- এমনই কৃষি বাজেট নিয়ে প্রত্যাশা বাড়ছে

নজর মধ্যবিত্তের ওপর, বাজেট অধিবেশনের আগেই কেন্দ্রীয় মন্ত্রীদের পরামর্শ প্রধানমন্ত্রী মোদীর