সিএসসি গভারমেন্টস সার্ভিসেস ইন্ডিয়ার তরফে আধার সেন্টারে সুপারভাইজার ও অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ২৮২টি শূন্যপদে দ্বাদশ বা দশম শ্রেণী পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বছরের শুরুতে চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে আধার সেন্টারে। যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তারা এবার পাবেন কাজের সুযোগ। আধার সেন্টারে অর্থাৎ সিএসসি গভারমেন্টস সার্ভিসেস ইন্ডিয়ায় সুপারভাইজার ও অপারেটর পদে হবে নিয়োগ। সদ্য জারি হল বিজ্ঞপ্তি। চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। দ্বাদশ বা দশম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন। মিলবে মোটা অঙ্কের বেতন।
শূন্যপদ
আধার সেন্টারে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এল প্রকাশ্যে। সেখানে সুপারভাইজার বা অপারেটর পদে হবে নিয়োগ। শূন্যপদ আছে ২৮২ টি।
যোগ্যতা
আধার সেন্টারে অর্থাৎ সিএসসি গভারমেন্টস সার্ভিসেস ইন্ডিয়ায় সুপারভাইজার ও অপারেটর পদে হবে নিয়োগ। এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে। এছাড়া মেট্রিকুলেশন বা দুই বছরের আইটিআই অথবা মেট্রিকুলেশন বা তিন বছররে পলিটেকনিক ডিগ্রি থাকতে হবে।
বয়সের সীমা
আধার সেন্টারে অর্থাৎ সিএসসি গভারমেন্টসএ সার্ভিসেস ইন্ডিয়ায় সুপারভাইজার ও অপারেটর পদে আবেদন করতে হলে বয়সের সীমা আছে। এক্ষেত্রে সর্বনিম্ন ১৮ বছর বয়স হতে হবে। পাশাপাশি আবার সরকারি নিয়ম অনুসারে ছাড় আছে সংরক্ষিত শ্রেণীর জন্য।
নিয়োগ প্রক্রিয়া
আবেদনকারীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। এই কাজে আগ্রহী হলে অনলাইনে আবেদন করুন। সবার আগে https://uidai.nseitexams.com/UIDAI/LoginAction_input.action এ যান। সেখানে আপনি নতুন আবেদনকারী হন, তাহলে একবার রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগইন করে নিজের ব্যক্তিগত সকল আবেদনপত্রগুলো নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করে দিন। সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করুন। আবেদন শুরু হয়েছে ২৭ ডিসেম্বর থেকে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখান থেকে জানতে পারবেন সবটা। আবেদন পদ্ধতি থেকে বেতন সব তথ্য মিলবে বিজ্ঞপ্তি থেকে।


