Job News: ব্যাঙ্কে চাকরিতে সুবর্ণ সুযোগ। কারা আবেদন জানাতে পারবেন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Job News: বছর শেষের আগে সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুন সুখবর। প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকিং সংস্থা। জানা গিয়েছে, ব্যাঙ্কের নানা পদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা ১৭ নভেম্বর থেকে অনলাইনে আবেদন জানাতে পারবেন।
কোন কোন পদে নিয়োগ করা হবে?
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, ব্যাঙ্কে নিয়েোগ করা হবে ম্যানেজার এবং ল অফিসার পদে। নিয়োগ হবে- চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার পোস্টের জন্য। তবে মোট শূন্যপদের সংখ্যা ১১টি। আবেদনকারীদের স্কেল ২-৩, ৪ পদে নিয়োগ করা হবে। এছাড়াও নিযুক্তদের বেতন হবে যথা ৬৪,৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,০২,৩০০ থেকে ১,২০,৯৪০ টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা:-
সংশ্লিষ্ট পোস্টে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের পদ অনুয়ায়ী শিক্ষাগত যোগ্যতা লাগবে। এছাড়াও আবেদনকারীদের বয়স হতে হবে যথাক্রমে ২৮ থেকে ৩৭ বছর, ২৭ থেকে ৩৮ বছর এবং ২৫ থেকে ৩৪ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি পেশাগত অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
কীভাবে নিয়োগ করা হবে:-
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, আবেদনকারীদের অনলাইনে আবেদন জানাতে হবে। এই জন্য চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে সমস্ত ডকুমেন্টস দিয়ে আবেদন জানাতে হবে। আবেদন ফি ৮৫০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ছাড় রয়েছে। ১৭৫ টাকা।
অন্যদিকে, দুর্দান্ত খবর চাকরিপ্রার্থীদের জন্য। সম্প্রতি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক Bank Of Baroda এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে দেশের যে কোনো জায়গা থেকেই যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। কি যোগ্যতা প্রয়োজন ও কিভাবে আবেদন করবেন তার সমস্ত খুঁটিনাটি রইল আজকের প্রতিবেদনে।
এবার ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে ২৭০০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি (Bank of Baroda Recruitment 2025) প্রকাশিত হল। যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে এবং এই পদে শুরুতেই মোটা অংকের বেতন দেওয়া হবে। জানা যাচ্ছে, এখানে স্নাতক হলেই প্রার্থীরা আবেদন করতে পারবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


