সংক্ষিপ্ত
চাকরি প্রার্থীদের জন্য সুখবর। বছর শেষে বিপুল পরিমাণ নিয়োগের কথা এল প্রকাশ্যে। এবার নিয়োগ হবে ভারতীয় রেলে। বিভিন্ন পদে নিয়োগ করবে ভারতীয় রেল। ভারতীয় রেলে বিপুল নিয়োগ অভিযান দেশ জুড়ে। অর্থাৎ সারা দেশ জুড়ে হবে নিয়োগ। ভারতীয় রেলের পক্ষ থেকে বহু শূন্যপদ পূরণ করার জন্য নয়া পদক্ষেপ নিয়েছে। এই অভিযানে এখনও পর্যন্ত ২ কোটির বেশি প্রার্থী নিয়োগ করেছে।
আবেদন ও পরীক্ষা পদ্ধতি
২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন। এই প্রক্রিয়া চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। অনলাইনে আবেদন করা যাবে। ভারতীয় রেলের ওয়েব সাইটে যান। সেখানে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিন। সেখানেই উল্লেখ করা আছে কীভাবে আবেদন করতে হবে। এবার নিয়োগের পরীক্ষা হবে কম্পিউটার ভিত্তিক।
ভারতীয় রেলে শূন্যপদ
ক্যালেন্ডার পরিকল্পনা অনুসারে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরপিএফ/সাব ইন্সপেক্টর, টেনিসিয়ন, জুনিয়র ইঞ্জিনিয়র এবং অন্যান্য পদে হবে নিয়োগ।
উল্লেখ্য ২০১৪ থেকে ২০২৪ সময়ে প্রায় ৫ লক্ষ কর্মী যোগদান রেছে ভারতীয় রেলে। অন্যদিকে বিগত দশকে মাত্র ৪ লক্ষ কর্মী নিযুক্ত হয়েছিল। পূর্ববর্তী দশকের তুলনায় ভারতীয় রেলওয়ে কর্মসংস্থান দেওয়ার ক্ষেত্রে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে চিহ্নিত করা হয়েছে।
তাই আপনিও রেলের চাকরিতে আগ্রহী হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখানে বিস্তারিত জানতে পারবেন। তাই দেরি না করে আবেদেন করে ফেলুন। বিভিন্ন পদে হবে নিয়োগ। এই সকল পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা ধার্য করা হয়েছে। তেমনই আছে ভিন্ন বয়সের সীমাও।