Job News: কেন্দ্রীয় সরকারি চাকরিতে কাজের সুবর্ণ সুযোগ। বছর শুরুতেই কাজের সুযোগ মিলবে কল্যাণী এইমস-এ। কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Job News: দীর্ঘদিন সরকারি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন! কিন্তু মনের মতো চাকরি পাচ্ছেন না? তাহলে আপনার জন্য বছরের শুরুতেই হয়েছে সরকারি চাকরিতে দারুণ সুযোগ। কর্মী নিয়োগ চলছে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। এই সংস্থায় একটি প্রকল্পে কাজের জন্য বিভিন্ন পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তিভিত্তিক। উল্লিখিত পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন অনলাইনে।
কোন কোন পদে নিয়োগ করা হবে?
সংস্থায় নিয়োগ করা হবে রিসার্চ সায়েন্টিস্ট-১ (সায়েন্টিস্ট বি), রিসার্চ সায়েন্টিস্ট-২ (সায়েন্টিস্ট সি) এবং ল্যাব টেকনিশিয়ান পদে। মোট শূন্যপদের সংখ্যা তিনটি। আবেদনকারীদের কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ হেল্থ রিসার্চ-এর অর্থপুষ্ট মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইউনিট স্কিমের অধীনে কাজ করতে হবে বলে জানানো হয়েছে।
তবে সংস্থায় নিযুক্তদের কাজের মেয়াদ ছ’মাস। যা পরবর্তীকালে অভিজ্ঞতার ভিত্তিতে শর্তসাপেক্ষে বাড়ানো হতে পারে। প্রতি মাসে রিসার্চ সায়েন্টিস্ট-১ পদে নিযুক্তকে ৫৬,০০০ টাকা, রিসার্চ সায়েন্টিস্ট-২ (সায়েন্টিস্ট সি) পদে নিযুক্তকে ৬৭,০০০ টাকা এবং ল্যাব টেকনিশিয়ান পদে নিযুক্তকে ২০,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। এ ছাড়া বাড়ি ভাড়া বাবদ অতিরিক্ত ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তি।
এই বিষয়ে বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, রিসার্চ সায়েন্টিস্ট-১ পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। বয়স ৪০ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে রিসার্চ সায়েন্টিস্ট-২ (সায়েন্টিস্ট সি) পদে। ল্যাব টেকনিশিয়ান পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
এছাড়াও আবেদনকারীদের প্রার্থীদের বিজ্ঞানের নানা বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে। যাঁদের পিএইচডি বা কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। একই ভাবে বাকি দু’টি পদে আবেদনের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি স্থির করা হয়েছে।
কীভাবে আবেদন জানাবেন?
সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ১৬ জানুয়ারি। এরপর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


