Job News: সিকিম বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। চলছে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ। কীভাবে আবেদন জানাবেন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ আগ্রহী চাকরি প্রার্থীদের। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন। অথচ মনের মতোন চাকরি পাচ্ছেন না। তাদের জন্য দারুন খবর। বিপুল সংখ্যক কর্মী নিয়োগ চলছে সিকিম বিশ্ববিদ্যালয়ে। জানা গিয়েছে, সিকিম বিশ্ববিদ্যালয়ে জিয়োলজি বিভাগে গবেষণার কাজে অ্যাসোসিয়েট কর্মী নিয়োগ করা হবে। প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে চলছে কর্মী নিয়োগ। আগ্রহী চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

কোন কোন পদে প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে? (Government Job News):-

জানা গিয়েছে, সিকিম বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে লোক নিয়োগ করা হবে। মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেসের অর্থপুষ্ট প্রকল্পে চলছে এই নিয়োগ প্রক্রিয়া। এই পদের জন্য মোট দুজনকে নিয়োগ করা হবে। কাজের মেয়াদ ২০২৮ সালের জুন মাস পর্যন্ত। পরবর্তীকালে অভিজ্ঞতার ভিত্তিতে এই মেয়াদ বাড়ানো হতে পারে। আরও জানা গিয়েছে যে, নিযুক্তদের তিন মাসের জন্য কাজ করতে হবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। সংশ্লিষ্ট পদে নিযুক্তকে পারিশ্রমিক হিসাবে ৩১ হাজার টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):-

জিয়োলজি, অ্যাপ্লায়েড জিয়োলজি অথবা আর্থ সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের উল্লিখিত কাজের জন্য নিয়োগ করা হবে। তাঁদের রিমোট সেন্সিং এবং জিয়োগ্রাফিক ইনফরমেশন সিস্টেম নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে বলে জানানো হয়েছে।

আবেদনের শেষ তারিখ (Last Date Of Job Application):-

এই পোস্টে চাকরির জন্য আবেদনের শেষ তারিখ আগামী ২৭ জুলাই। প্রার্থীদের অফলাইন অথবা অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। এর জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে সিকিম বিশ্ববিদ্যালয়ের cus.ac.in এই ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞাপন দেখে আবেদন জানাতে হবে।

অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগ হবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে হবে নিয়োগ। প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। উত্তরবঙ্গে হবে নিয়োগ। আগ্রহীরা অফলাইনেও আবেদন করতে পারেন। ব্যাঙ্কের ফিন্যান্সিয়াল লিটারেসি সেন্টারের জন্য হবে নিয়োগ। নিয়োগ হবে কাউন্সেলর পদে। তবে, আপাতত প্রকাশ্যে আসেনি শূন্যপদের সংখ্যা। নিযুক্তজের পোস্টিং হবে জলপাইগুড়িতে। চুক্তি ভিত্তিক হবে নিয়োগ। এক বছরের জন্য নিয়োগ করে হবে। পরে বাড়়বে কাজের মেয়াদ।

ব্যাঙ্কের ফিন্যান্সিয়াল লিটারেসি সেন্টারের জন্য হবে নিয়োগ। নিয়োগ হবে কাউন্সেলর পদে। ৪৫ থেকে ৬৫ বছরের মধ্যে হবে নিয়োগ। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের ব্যক্তিত্ব বেতন স্থির করা হবে ব্যাঙ্কের নির্ধারিত নিয়ম মেনে। চাকরি প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি কোনও সরকারি ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত আধিকারিক হতে হবে। এছাড়াও কয়েকটি যোগ্যতার প্রয়োজন। বিস্তারিত জানতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।