Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। আগ্রহী প্রার্থীরা কীভাবে আবেদন জানাবেন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ আগ্রহী চাকরি প্রার্থীদের। বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ করছে রাজ্য স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীনে বীরভূমের রামপুরহাটে চুক্তি ভিত্তিতে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। রামপুরহাট স্বাস্থ্য জেলায় মেডিকেল অফিসার সহ বিভিন্ন পোস্টে যোগ্যতা ভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।

কীভাবে আবেদন জানাবেন?

জানা গিয়েছে, হাসপাতালের বিভিন্ন পোস্টে যেমন- পেডিয়াট্রিশিয়ান, অ্যানাস্থেসিস্ট, মেডিক্যাল অফিসার, পার্ট টাইম মেডিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পোস্টগুলিতে চাকরিতে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের এমবিবিএস ডিগ্রি থাকা এবং স্নাতকোত্তর পাশ হওয়া আবশ্যক বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়াও আবেদনকারীদের বয়স হতে হবে ৬৭ অনুর্ধ্ব এবং তাদের নাম নথিভুক্ত থাকতে হবে রাজ্য মেডিকেল কাউন্সিলের লিস্টে।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে আরও জানা গিয়েছে যে, সংশ্লিষ্ট পোস্টগুলিতে নিযুক্তদের ন্যাশনাল হেলথ মিশনের বিভিন্ন প্রকল্পে কাজ করতে হবে। এছাড়াও নিযুক্তদের পোস্ট গ্র্যাজুয়েটদের এমবিবিএস কোর্সে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হবে।

এছাড়াও মাসিক বেতন হবে ২৪ হাজার ৬০ টাকা। আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর। আগ্রহী প্রার্থীদের অনলাইনে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদন ফি ১০০ টাকা।

অন্যদিকে, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ করা হবে সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে। তবে সংশ্লিষ্ট পোস্টগুলির জন্য মোট শূন্য পদের সংখ্যা কত রয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য ওয়েবসাইটে জানানো হয়নি। 

জানা গিয়েছে, সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। একই সঙ্গে পেশাগত অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। এবং অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্যও শিক্ষাগত যোগ্যতার পৃথক মাপকাঠি রয়েছে। এছাড়াও সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে। এবং অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।

বেতন:- সংশ্লিষ্ট পোস্টগুলিতে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ২৪,৩০০ টাকা এবং ২২,৬০০ টাকা। এছাড়াও মিলবে অতিরিক্ত ভাতা এবং সুযোগ সুবিধা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।