Scholarship News: সারাংশ আপনার উচ্চ শিক্ষার সহায়তায় PM Scholarship Scheme 2025 গড়ে দিচ্ছে দারুণ সুযোগ, পেয়ে যেতে পারেন প্রায় ৭৫০০০ পর্যন্ত টাকা।
Scholarship News: উচ্চশিক্ষা এখনও বহু পরিবারের কাছে ব্যয়বহুল। তাই আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায়তার হাত বাড়ায় কেন্দ্রীয় সরকার। প্রতি বছর চালু করে PM Scholarship Scheme। ২০২৫ সালের এই স্কিমে সেনা, আধাসামরিক বাহিনী ও অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ সর্বোচ্চ ৭৫,০০০ পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে।
তাই আপনিও আপনার উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ করতে চাইলে আজই আবেদন করুন, জেনে নিন বিস্তারিত।
যোগ্য করা?
এই স্কলারশিপ শুধুমাত্র নির্দিষ্ট কিছু যোগ্যতা ও শর্তের ভিত্তিতে দেওয়া হবে। শর্ত একটাই, উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে আপনাকে, তবেই সর্বোচ্চ ৭৫,০০০ টাকা পর্যন্ত পাবেন আপনি।
* সেনা, আধাসামরিক বাহিনী বা RPF কর্মীর সন্তান হলে অগ্রাধিকার পাবেন। * OBC, SC, ST, MBC বা অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীরাও এই স্কলারশিপের আওতায় আসেন। * B.Tech, MBBS, MBA, B.Sc, Nursing ইত্যাদি পেশাদার কোর্সে ভর্তি হলে ছাত্ররা পাবে ৩০০০০ টাকা, এবং ছাত্রীরা পাবে ৩৬০০০ টাকা সরাসরি বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে।
আবেদনের সময়সীমা
২০২৫ সালের কেন্দ্র সরকারের এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে জুলাই মাসের প্রথম সপ্তাহে, এবং সম্ভাব্য শেষ তারিখ ১৫ আগস্ট, ২০২৫। আর টাকা পাঠানো শুরু হবে সেপ্টেম্বর থেকে।
আবেদন যেভাবে করবেন -
* এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রথমে যেতে হবে https://scholarships.gov.in -এই ওয়েবসাইটে।
* ‘New Registration’ অপশন নির্বাচন করুন।
* এখানে আধার, মোবাইল নম্বর ও ব্যাঙ্ক ডিটেলস দিয়ে ফর্ম ফিলআপ করতে হবে আপনাকে।
* এবার আপনার অ্যাকাউন্টে লগ ইন করে “PM Scholarship Scheme 2025” অপশন নির্বাচন করুন।
* এখানে দরকারি ডকুমেন্টস আপলোড করে, Submit অপশন বেছে নিন।
গুরুত্বপূর্ণ তথ্য
* ফর্ম ফিলাপ করে সাবমিট করার পর Reference ID সংগ্রহ করুন। এই ID ভবিষ্যতের জন্য দরকারি, তাই সেভ করে রাখুন। * যারা ফর্ম ফিলআপ নিয়ে দ্বিধায় আছেন, তারা অফিশিয়াল পোর্টালে দেওয়া ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


