সংক্ষিপ্ত

NBCFDM সারা রাজ্যে ৯৮৫০টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন পদের জন্য অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ১৫ই মার্চ।

চাকরি প্রার্থীজের জন্য সুখবর। এবার নিয়োগ হবে সারা রাজ্য জুড়ে। কাজের সুযোগ মিলবে প্রায় ৯ হাজার প্রার্থীর। সদ্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল জাতীয় অনগ্রসর শ্রেণি অর্থ ও উন্নয়ন মিশন বা ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন (NBCFDM)। বিভিন্ন জেলায় হবে নিয়োগ।

শূন্যপদ

NBCFDM-এ নিয়োগ হবে বিপুল পরিমাণে। মোট শূন্যপদ ৯৮৫০ টি। ডিস্ট্রিক্ট প্রোজেক্ট অফিসার পদে নিয়োগ হবে ১৪৪ জন। অ্যাকাউন্ট অফিসার পদে ১৬৬ জন নিয়োগ হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে ২৩১ জন। ম্যানেজার নিয়োগ হবে ৪৩৬ জন।

ফিল্ড ডেটা কালেক্টর হবে ৯৯৬ জনকে নিয়োগ করবে। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে ১৪৪৪ জনকে নিয়োগ করবে। মাল্টি টাস্কিং অফিসার পদে ১২৫৮ জনকে নিয়োগ করবে। কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে ১৭৭৪ জন। অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে ১৮৬৫জন। ট্রেনিং ফেসিলিটেটর নিয়োগ করবে ১৫৬৬ জন।

বেতন

ডিস্ট্রিক্ট প্রোজেক্ট অফিসার পদে বেতন হবে প্রতি মাসে ৩৬ হাজার ৭৬০ টাকা। অ্যাকাউন্ট অফিসার পদে বেতন হবে প্রতি মাসে ২৭ হাজার ৪৫০ টাকা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে বেতন হবে প্রতি মাসে ৩০ হাজার ৭৫০ টাকা। ম্যানেজার পদে বেতন হবে প্রতি মাসে ২৮ হাজার ৩৫০ টাকা। 

ফিল্ড ডেটা কালেক্টর পদে বেতন হবে প্রতি মাসে ২৫ হাজার ৬৫০ টাকা। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে বেতন হবে প্রতি মাসে ২৪ হাজার ৬৫০ টাকা।। মাল্টি টাস্কিং অফিসারপপদে বেতন হবে প্রতি মাসে ২৩ হাজার ৪৫০ টাকা।। কম্পিউটার অপারেটর পদে বেতন হবে প্রতি মাসে ২৩ হাজার ২৫০ টাকা। অফিস অ্যাসিস্ট্যান্ট পদে বেতন হবে প্রতি মাসে ২৩ হাজার ২৫০ টাকা।। ট্রেনিং ফেসিলিটেটর পদে বেতন হবে প্রতি মাসে ২২ হাজার ৭৫০ টাকা।

আবেদন পদ্ধতি

এই সকল পদে আবেদন করতে পারবেন অনলাইনে। সবার আগে NBCFDM-র ওয়েব সাইটে যান। সেখানে হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখতে পাবেন। সেখানে দেওয়া তথ্য অনুসারে পর পর পদ্ধতি অনুসরণ করে আবেদন করুন। আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ। এই সকল চাকরি সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে অনলাইনে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।