রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড ম্যানেজারিয়াল পদে কর্মী নিয়োগ করছে। গ্রুপ জেনারেল ম্যানেজার এবং ডেপুটি জেনারেল ম্যানেজার পদে মোট তিনটি শূন্যপদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা ২৭ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

বছরের শুরুতে চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার ম্যানেজেরিয়াল পদে কর্মী নিয়োগ করবে রেল মন্ত্রক অধীনন্থ সংস্থা রাইটস লিমিটেড। সম্প্রতি এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। রাইটস লিমিটেড-র দুটি বিভাগে হবে কর্মী নিয়োগ।

শূন্যপদ

ম্যানেজেরিয়াল পদে কর্মী নিয়োগ করবে রেল মন্ত্রক অধীনন্থ সংস্থা রাইটস লিমিটেড। সংস্থায় গ্রুপ জেনারেল ম্যানেজার এবং ডেপুটি জেনারেল ম্যানেজার পদে হবে নিয়োগ। শূন্যপদ আছে তিনটি। সংস্থায় হিউম্যান রিসোর্স এবং সিভিল মেরিন স্ট্রাকচার বিভাগে হবে নিয়োগ। প্রথমে এক বছররে প্রোবেশন-এ রাখা হবে। তারপর দেওয়া হবে পোস্টিং। দেশের যে কোনও শহরে হতে পারে পোস্টিং।

বয়সের সীমা

গ্রুপ জেনারেল ম্যানেজার পদে আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ৫৩ বছর বয়সিরা। গ্রুপ জেনারেল ম্যানেজার এবং ডেপুটি জেনারেল ম্যানেজার পদে হবে নিয়োগ। গ্রুপ জেনারেল ম্যানেজার পদে আবেদন করতে বয়সের সীমা থাকতে হবে অনূর্ধ্ব ৫৩। ডেপুটি জেনারেল ম্যানেজার পদে আবেদন করতে বয়সের সীমা থাকতে হবে ৪১।

বেতন

এবার ম্যানেজেরিয়াল পদে কর্মী নিয়োগ করবে রেল মন্ত্রক অধীনন্থ সংস্থা রাইটস লিমিটেড। গ্রুপ জেনারেল ম্যানেজার এবং ডেপুটি জেনারেল ম্যানেজার পদে হবে নিয়োগ। গ্রুপ জেনারেল ম্যানেজার পদে বেতন হবে মাসে ১,২০,০০০ থেকে ২,৮০,০০০ টাকা। ডেপুটি জেনারেল ম্যানেজার পদে বেতনক্রম হবে মাসে ৭০ হাজার থেকে ২,০০,০০০ টাকা।

যোগ্যতা

সিভিল মেরিন স্ট্রাকচার বিভাগে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে আবেদন করতে হলে তাঁকে সিভিল ইঞ্জিনিয়াররিং-এ স্নাতকের পর মেরিন স্ট্রাকচার, কোস্টাল ইঞ্জিনিয়ারিং, ওশান ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য বিষয় স্নাতক হতে হবে। থাকতে হবে ১১ বছরের পেশাগত অভিজ্ঞতা।

আবেদন পদ্ধতি

গ্রুপ জেনারেল ম্যানেজার এবং ডেপুটি জেনারেল ম্যানেজার পদে হবে নিয়োগ। চাকরি প্রার্থীদের সংস্থার ওয়েবসাউটে গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। আগামী ২৭ জানুয়ারি আবেদনের শেষ দিন। নিয়োগ হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ-র মাধ্যমে।