সংক্ষিপ্ত
- করোনাযুদ্ধে সামিল নার্স মা-এর এক ভিডিও এখন ভাইরাল
- জরুরি পরিষেবার আওতাধীনে থাকাদের নাওয়া-খাওয়ার সময় নেই
- অনেকে কর্মস্থল থেকে বাড়িতে ফিরতে পারছেন না
- এমনই এক ঘটনা এখন সর্বসমক্ষে আসায় তা হইচই ফেলেছে
কিছুদিন আগে ইতালির একটি ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। দিনরাত এক করে হাসপাতালে কাজ করতে থাকা এক নার্স কোন ফাঁকে নিজের অজান্তেই কমপিউটারের কি-বোর্ডের ওপর মাথা রেখে শুয়ে পড়েছিলেন। মুহূর্তের ভেতর ভাইরাল হয়েছিল সেই ছবি। গোটা বিশ্ব কুর্নিশ জানিয়েছিল করোনাযুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়তে থাকা ওই নার্সকে। এবং গোটা দুনিয়ার নার্সকে।
এবার এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে আমাদের দেশে। যেখানে দেখা যাচ্ছে, একজন নার্স তাঁর সহকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন হাসপাতালের দরজার সামনে। আর অদূরে বাইকে বসে রয়েছে তাঁর ছোট্ট মেয়ে। খুব সম্ভবত বাইক চালাচ্ছেন মহিলার স্বামী। মহিলার মাস্ক পরে রয়েছেন। এদিকে বাবার সঙ্গে বাইকে বসে মায়ের কাছে যাওয়ার জন্য় অনবরত কেঁদে চলেছে সেই মেয়ে। বাবা বোঝাচ্ছেন যথাসম্ভব-- মা এখন আসতে পারবে না। অন্য়দিকে মায়ের চোখেও জল আর ধরে রাখা যাচ্ছে না। তারপর? বাইক ঘুরিয়ে মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে বাবা। মা-ও চোখের জল চোখেই রেখে ঢুকে পড়ছেন হাসপাতালের ভেতর। তাঁর সহকর্মীদেরও চোখ থেকে ঝরে পড়ছে অঝোর ধারায় জল।
মাত্র কয়েক মিনিটের এই ভিডিয়োটি যেন একেবারে নাড়া দিয়ে যাচ্ছে নেটিজেনদের। ভিডিয়োটির ওপর শুধু লেখা রয়েছে-- পনেরো দিন নার্স বাড়ি যেতে পারেননি। তাঁর অসহায় কান্নার বিনিময়ে আমরা সেবা পাচ্ছি।
আরও পড়ুনঃ আর্ন্টাটিকা সফর অধরা, বিলাশতরীর ৬০ শতাংশ যাত্রী করোনায় আক্রান্ত
আরও পড়ুনঃ আর্ন্টাটিকা সফর অধরা, বিলাশতরীর ৬০ শতাংশ যাত্রী করোনায় আক্রান্ত
আরও পড়ুনঃ করোনাভাইরাস দীর্ঘসময় বেঁচে থাকে ফেস মাস্ক আর প্ল্যাস্টিকে, তেমনই দাবি বিশেষজ্ঞদের