সংক্ষিপ্ত

  • করোনা ভাইরাসে আক্রান্তের নিরিখে সর্বকালের রেকর্ড
  • দেশে এক দিনে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ পার
  • মৃত্যু ঘটেছে সাড়ে তিন হাজারের বেশি 
  • সক্রিয় সংখ্যা ভাবিয়ে তুলছে বিভিন্ন মহলকে

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছে ভারতে। একের পর এক রাজ্যের সংক্রমণের হার বাড়ছে। পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিচ্ছে দেশের  কয়েকটি রাজ্যে। এরই মাঝে দৈনিক সংক্রমণের মাত্রা যে হারে বেড়েছে তা এক কথায় বলতে গেলে চিন্তার ভাঁজ ফেলছে সাধারণের কপালে। গত নয় দিন ধরে প্রতিদিন গড়ে তিন লক্ষ পার করেছে করোনায় আক্রান্তের সংখ্যা।  এবার ১০ দিনের মাথায় তা ছাড়িয়ে গেল ৪ লক্ষ। 

আরও পড়ুন- গুরুদুয়ারে সাধারণের সঙ্গে ভিড়ে মিশে প্রার্থনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ১ হাজার ৯৯৩ জন। মৃত্যু ঘটেছে ৩,৫২৩ জনের। এখনও পর্যন্ত দেশের বুকে মোট মৃত্যু ঘটেছে ২ লক্ষ ১১ হাজার ৮৫৩  জনের। দেশের বুকে বর্তমানে করোনা চিকিৎসা বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে বেশ সংকটের মুখে। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩২ লক্ষ ৬৮ হাজার ৭১০ জন। পরিস্থিতি সামাল দিতে কোথাও কারফিউ, কোথাও আংকিশ লকডাউনের পথে হাঁটছে সরকার। 

আরও পড়ুন- গুজরাটের হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৮ জন করোনা রোগীর মৃত্যু

প্রতিদিন সামনে আসছে একের পর এক মর্মান্তিক ঘটনা। কোথাও নেই বেড, কোথাও মিলছে না চিকিৎসা। অক্সিজেনের অভাবে যে ছবি উঠে আসছে নানা হাসপাতাল চত্বর থেকে তা রীতিমত হারহিম করা। এই পরিস্থিতি ঠেকাতেই নানা স্তরে সতর্কতার বিধি মেনে চলার নির্দেশ জাড়ি রয়েছে। দেশে সর্বকালের রেকর্ড গড়ল করোনা সংক্রমণ। পাশাপাশি চলছে টিকাকরণ, ১ মে থেকেই টিকা দেওয়া হবে ১৮ বছরের উর্ধ্বে, তবে টিকার পর্যাপ্ত যোগান না থাকাতেও তা নিয়ে সঙ্কট দেখা গিয়েছে।