সংক্ষিপ্ত

  • ভ্যাকসিন কেলেঙ্কারিতে এবার শিরোণামে রাজারহাট 
  •  দীর্ঘদিন ধরে লাইন  দিয়ে দিয়েও মিলছে না ভ্যাকসিন
  • এদিকে ভ্যাকসিন না পাওয়ার কারণে কাজ যেতে বসেছে
  •  স্থানীয়দের দাবি, 'ভিডিওর মাধ্যমে ভ্যাকসিন বন্টন হোক'
     


ভ্যাকসিন কেলেঙ্কারিতে এবার শিরোণামে রাজারহাট। ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগ এবার রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে লাইন  দিয়ে দিয়েও মিলছে না ভ্যাকসিন। স্থানীয়দের দাবি,' সুষ্ঠুভাবে প্রশাসনের মাধ্যম দিয়ে অথবা ভিডিওর মাধ্যমে দিয়ে ভ্যাকসিন বন্টন করা হোক।'

আরও পড়ুন, BJP-র বৈঠকে বলতেই পারলেন না বঙ্গ নেতারা, হারের দায় কার, ক্ষোভের কথা কি রয়েই গেল মনে

এলাকাবাসীর অভিযোগ, রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে দীর্ঘদিন ধরে লাইন দিয়েও মিলছেনা ভ্যাকসিন। অথচ বাইরে এলাকার লোকজন লাইনে না দাঁড়িয়ে ভ্যাকসিন নিয়ে যাচ্ছে,, আরও অভিযোগ যে পঞ্চায়েত কর্তৃপক্ষ তারা নিজেদের আত্মীয়-স্বজনদের কে আগে ভ্যাকসিন পাইয়ে দিচ্ছে। রাজারহাট এলাকার সব ধরনের মানুষের বসবাস বেশি করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত অনেকেই আছেন যারা বিভিন্ন আবাসন এবং বিভিন্ন বাড়িতে কাজ করে সংসার চালান কিন্তু ভ্যাকসিন না নিলে সেখানে আর ঢুকতে দিচ্ছে না  বিভিন্ন আবাসন কতৃপক্ষ বাড়ির মালিক ফলে ভ্যাকসিন না পাওয়ার কারণে অনেকের কাজ যেতে বসেছে। স্থানীয়দের দাবি সুষ্ঠুভাবে প্রশাসনের মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে ভ্যাকসিন বন্টন করা হোক যাতে সবাই ভ্যাকসিন পায়।

আরও পড়ুন, নারদ মামলায় নয়া মোড়, জরিমানা করে মুখ্যমন্ত্রী-আইনমন্ত্রীর হলফনামা গ্রহণ হাইকোর্টের  

রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর পঞ্চায়েত প্রধান জানিয়েছেন খুবই কম সংখ্যক ভ্যাকসিন তাদের হাতে আসছে বন্টন এর জন্য সে ক্ষেত্রে যারা আগে লাইনে দাঁড়াচ্ছে তারা ভ্যাকসিন পাচ্ছে। তাদের হাতে কম সংখ্যক ভ্যাকসিন আসছে তা নিয়ে বিডিও সহ বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক কে জানানোর পরেও কোন সুরাহা মেলেনি বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান সাজেদা বিবি।

 

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে 

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস