সংক্ষিপ্ত

  • লকডাউনের মাঝে অনুপ্রবেশের চেষ্টা
  • বিএসএফ-র গুলিতে খতম এক ব্যক্তি
  • উত্তর দিনাজপুরের ঘটনা
  • তদন্তে নেমেছে পুলিশ

লকডাউনের মাঝেই এবার গুলি চলল ভারত-বাংলাদেশ সীমান্তে। বাংলাদেশি চোরাকারবারীকে খতম করল বিএসএফ। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে। তদন্তে নেমেছে পুলিশ। 

আরও পড়ুন: করোনা ছড়াচ্ছে আক্রান্তদের পরিবারেও, এবার সংক্রমিত মেদিনীপুরের যুবকের বাবা

তখন গভীর রাত। রোজকার মতোই গোয়ালপোখরের চকলাঘর আউটপোস্টের কাছে বাংলাদেশ সীমান্তে নজরদারি চালাচ্ছিলেন কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। কাঁটাতারের বেড়া বেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে এক বাংলাদেশি চোরাকারবারী। ঘটনাটি নজরে পড়তেই তাকে বাধা দেন জওয়ানরা। কিন্তু তাতেও লাভ হয়নি। বাধ্য হয়েই শেষপর্যন্ত গুলি চালায় বিএসএফ। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় ওই ব্যক্তি। 

আরও পড়ুন: লকডাউনে ক্রিকেট খেলতে বাঁধা, ঘুম ভেঙে মালিক দেখল পুকুরে কোনও মাছ আর নেই বেঁচে

আরও পড়ুন: ভিন রাজ্য থেকে ফিরে জঙ্গলে 'নিভৃতবাস', করোনা সচেতনতার নজির নদিয়ার চার যুবকের

জানা গিয়েছে, মৃতের নাম গোলাম রব্বানি। বাড়ি, বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি গ্রামে। তাঁর মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে গোয়ালপোখর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।