কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে ভারতের টিকা অভিযান বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে। এর একাধিক কারণ রয়েছে। ভারত বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারী দেশ। তাই, ভারত যখন 'বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযান'এর কথা ঘোষণা করেছিল, তখন থেকেই এই অভিযানের দিকে স্বাভাবিকভাবেই চোখ রেখেছিল সারা বিশ্ব। সাড়ে চার মাস ধরে ভারতে চলছে করোনা টিকাকরণ। এখনও, ক্রমাগত প্রশ্ন চলছে এই জনস্বাস্থ্য অভিযান নিয়ে। টিকার প্রাপ্যতা থেকে কেন্দ্রীয় সরকারের নীতি, টিকা প্রস্তুতকারক সংস্থাগুলির সদিচ্ছা - অনেক বিষয় নিয়েই প্রশ্ন উঠেছে। ভারতের টিকাকরণ সম্পর্কে ওঠা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলেন নয়াদিল্লির পাবলিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক, ব্লুক্রাফ্ট ডিজিটাল ফাউন্ডেশনের সিইও তথা মাইগভ এর প্রাক্তন কনটেন্ট ডিরেক্টর, অখিলেশ মিশ্র। খুঁজলেন সেইসব প্রশ্নের উত্তর -
*লেখক নয়াদিল্লির পাবলিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক, ব্লুক্রাফ্ট ডিজিটাল ফাউন্ডেশনের সিইও এবং এর আগে মাইগভ ...
Read more at: https://bangla.asianetnews.com/coronavirus-india/covid-second-wave-and-india-the-questions-and-answers-alb-qt910v খুখোঁজা যাক তাদের উত্তর।