ভারতে এখনই কয়েক সপ্তাহের লকডাউন জারি করা উচিত
এর মধ্যে নিতে হবে চিনের মতো পদক্ষেপ
ভারতের কোভিড সংকট কাটাতে তিন দফা দপদক্ষেপ গ্রহণের সুপারিশ করলেন ডাক্তার ফাউচি
আমেরিকার শীর্ষ মহামারী বিশেষজ্ঞই নন, হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপেষ্টাও বটে
নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও হুঁশ নেই। লকডাউনে কলকাতার মার্কেটে-বাজারে লাগামছাড়া ভিড়। দিব্যি নাকের নীচে মাস্ক, মাছ বিক্রেতার। ক্রেতাকে মাছ বিক্রি করতে আবেগঘন এক্সপ্রেসন দিতে হবে কিনা। তবে ক্রেতারাও কম যান কিসে। এদিকে যে মাছের সঙ্গে ফ্রিতেই কোভিড ভাইরাস ছড়িয়ে যাচ্ছে, সেদিকে কতটা যে সতর্ক বাঙালি, তা বাজারে মাইকিং করেই টের পেলেন শহররের পুলিশ কর্মীরা। দেখুন সেই ছবি।
শনিবার থেকেই পশ্চিমঙ্গে জারি করা হয়েছে আংশিক লকডাউন। এতে স্বাস্থ্য পরিষেবা মহল কিছুটা স্বস্তি পেলেও, সাধারণ মানুষ অনেকেই মনে করছেন, লকডাউনের আবার কি দরকার? দিল্লিতেও প্রথমদিকে মনোভাবটা একইরকম ছিল। কিন্তু, গত একমাসে ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। রাজধানীর অবস্থাটা এখন এমনই যে, গত দুই সপ্তাহ ধরে লকডাউন চলার পর, তার মেয়াদ আরও বাড়ানো হোক, এমনটাই চাইছেন অধিকাংশ দিল্লিবাসী। লকডাউন সমর্থকের সংখ্যা একমাসে ৫ গুণ বেড়ে গিয়েছে।