সংক্ষিপ্ত
- টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিউজিল্যান্ডের
- দলে কোনও পরিবর্তন হয়নি, জানালেন কেন উইলিয়ামসন
- গত ম্যাচে দুরন্ত জয় পেয়েছে বাংলাদেশ
- কিউয়িদের বধ করতে টিম গেমেই ভরসা বাংলাদেশের
কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচ। বিশ্বকাপে দুই দলেরই এটা দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশের বিরুদ্ধে টসে জিতেছে নিউজিল্যান্ড। তবে ব্যাটিং নয়, প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন।
১ জুন শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়েছিল তারা। বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৩০০-রও বেশি টার্গেট খাড়া করেছিল। দক্ষিণ আফ্রিকা অবশ্য দুরন্ত লড়াই করে। শেষমেশ প্রোটিয়াবাহিনী ২৫ রানে ম্যাচ হেরে যায়। যে বাংলাদেশ প্রথমে ব্যাট করে তিন শতাধিক রান তুলল, তাঁদেরকে প্রথমে ব্যাটিং করতে পাঠানোটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে না তো? এমন আশঙ্কা প্রকাশ করছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের পরিষ্কার যুক্তি পিচ ভালো, বোলাররা ভালো সুবিধা পাবে। এতেই পরিষ্কার হয়ে যায় কেন উইলিয়ামসন পরে ব্যাট করে শ্রীলঙ্কা ম্যাচ জয়ের সংস্কারকে সঙ্গে নিয়েই চলতে চাইছেন।
এদিন কিউয়িদের দলে কোনও পরিবর্তন হয়নি। নিউজিল্যান্ডের এদিনের দলটা এরকম- মার্টিন গুপ্তিল, কলিন মনরো, কেন উইলিয়ামসন(অধিনায়ক), রস টেলর, টম লাথাম(উইকেটকিপার), জেমস নিসাম, কলিন ডে গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসেন, ট্রেন্ট বোল্ট।
বাংলাদেশের প্রথম একাদশ- তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুসফিকর রহিম (উইকেটকিপার), মহম্মদ মিঠুন, মাহমুদুল্লা, মোসাদ্দেক হোসেন, মহম্মদ সইফুদ্দিন, মেহদি হাসান, মাশরাফি মোর্তাজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।