সংক্ষিপ্ত

  • টসে জিতল নিউজিল্যান্ড।
  • প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল তারা।
  • বিরাট কোহলি জানালেন উইকেট পুরো ম্যাচে একই রকম থাকবে।
  • সেমিফাইনালেও খেলানো হচ্ছে না শামিকে।

ম্য়াঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপ ২০১৯-এর প্রথম সেমিফাইনালে টসে জিতল নিউজিল্যান্ড। একেবারে পাটা শুকনো উইকেটে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন কেইন উইলিয়ামসন। বিরাট জানালেন তারাও আগে ব্য়াট করতে চেয়েছিলেন। কিন্তু উইকেট বেশ শক্ত তাই, পরের ইনিংসে খুব একটা পরিবর্তন হবে না।

তবে চলতি বিশ্বকাপে দেখা গিয়েছে ইংল্যান্ডে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করা সহজ হচ্ছে না। ম্য়াঞ্চেস্টারেও এর আগের সবকচি ম্যাচেই আগে ব্যাট করা দলই জিতেছে। কাজেই মহাগুরুত্বপূর্ণ টস জিতে ভারতকে সুরুতেই সমস্যায় ফেলে দিল নিউজিল্যান্ড।

আরও পড়ুন - উইলিয়ামসন থেকে রোহিত শর্মা - যে বিষয়গুলি সেমিতে ভোগাতে পারে ভারতকে

আরও পড়ুন - পেস না স্পিন, কত স্কোর করলে নিশ্চিন্ত - ওল্ড ট্রাফোর্ডের রেকর্ড কী বলছে

আরও পড়ুন - দুই ক্রিকেটারকে দলে চাইই চাই! সেমির আগে বিরাটকে সচিনের পরামর্শ

ভারতীয় দলে এদিন অনেকেই আশা করেছিলেন মহম্মদ শামিকে প্রথম একাদশে ফেরানো হবে। কিন্তু, তা ঘটেনি। শ্রীলঙ্কা ম্যাচের প্রথম একাদশে একটিই পরিবর্তন হয়েছে, কুলদীপ যাদবের বদলে দলে ফিরেছেন যুদবেন্দ্র চাহাল। অর্থাৎ সেমিতে দলে থাকলেন রবীন্দ্র জাদেজা। থাকলেন দীনেশ কার্তিকও। যার জায়গায় কেদার যাদবের মতো একজন অলরাউন্ডার খেলানোর কথা বলেছিলেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরাই।

নিউজিল্যান্ড দলে একটিই পরিবর্তন প্রত্যাশা ছিল। সেই মতোই টিম সাউদির বদলে সুযোগ পেয়েছেন লকি ফার্গুসন।   

দেখে নেওয়া যাক প্রথম সেমিফাইনালের দুই দলের প্রথম একাদশ -

ভারত: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, এমএস ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা।

নিউজিল্যান্ড: মার্টিন গাপ্টিল, হেনরি নিকোলস, কেইন উইলিয়ামসন, রস টেলর, টম ল্যাথাম, জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।