Asianet News BanglaAsianet News Bangla

ভারতের বিরুদ্ধে জেতার জন্য কোন কুসংস্কারের আশ্রয় নিয়েছিল পাকিস্তান, জানালেন দলের বোলিং কোচ

এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরের ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান (India vs Pakistan)।  রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের জন্য কুসংস্কারের (Superstition)সাহায্য নিয়েছিল পাকিস্তান দল। জানালেন দলের বোলিং কোচ শন টেইট (Shaun Tait)।
 

Asia Cup 2022 shaun tait siad Pakistan team took help of superstition to win match against Team India spb
Author
First Published Sep 6, 2022, 5:59 PM IST

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। একইসঙ্গে প্রতিযোগিতার গ্রুপ পর্বে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে হারের বদলাও নিয়েছে বাবর আজমের দল। সেই ম্য়াচৈ ব্যাটে-বলে অসাধারন পারফরম্যান্স করে পাকিস্তান দল। যদিও ম্যাচের মোক্ষম সময় অর্শদীপ সিং আসিফ আলির ক্যাচ মিস না করলে খেলার ফল অন্যরকম হতেই পারত। তবে সে সেব নিয়ে ভাবতে নারাজ পাকিস্তান। চির প্রতীদ্বন্দ্বী দলের বিরুদ্ধে ম্যাচ দয়ের আনন্দের ঘো কিছুতেই কাটছে না গোটা পাকিস্তান দলের। ম্যাচ জয়ের পর কেমন উল্লাস করেছিল পাক দল স সেই ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে। তবে এবার পাকিস্তান দলের বোলিং কোচ প্রাক্তন অজি পেসার শন টেইট জানালেন ভারতের বিরুদ্ধে জয়ের জন্য কোন অন্ধ কুসংস্কারের আশ্রয় নিয়েছি  পাকিস্তান দল।

ভারতের বিরুদ্ধে মেগা ম্য়াচ জয়ের জন্য গোটা দল যে কুসংস্কারাছন্ন হয়ে পড়েছিল সেই কথা এক সাক্ষাৎকারে অকপট শিকার করেছেন পাকিস্তান দলের বোলিং কোচ শন টেইট।  তিনি বলেছেন,'আমি কাচের ঘরের ভিতরে বসেছিলাম। ক্রিকেটাররা যেমন প্রচণ্ড উত্তেজিত ছিল, তেমনই কেউ কেউ একটু চাপে পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলাম। কেউ নড়াচড়া করলেই বাকিরা তাকে বলছিল, একদম নড়াচড়া কোরো না। আসলে উত্তেজক একটা ম্যাচ হলে এ রকম হতেই পারে।' ম্য়াচ জয়ের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকেও একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানেও স্পষ্ট দেখা যায় লাস্ট ওভার থ্রিলারে কতটা উত্তেজিত ছিলেন পাক ক্রিকেটার আর ম্যাচ জয়ের পরই বাধ ভাঙে আবেগের ও উচ্ছ্বাসের।

 

 

প্রসঙ্গত, এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে  ৫ উইকেটে হারে ভারত। ম্য়াচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করে  ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। এছাড়া ২৮ রান করেন রোহিত শর্মা,২৮ রান করেন কেএল রাহল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন শাদাব খান। রান তাড়া করতে নেমে  ১৯.৫ ওভারে জয় পায় পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন মহম্মদ রিজওয়ান। এছাড়া ৪৩ রান করেন মহম্মদ নওয়াজ। এই জয়ের ফলে প্রতিযোগিতার ফাইনালের ওঠার পথে আরও এক পা এগোল পাকিস্তান।

আরও পড়ুনঃশ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে একাধিক পরিবর্তন , দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

আরও পড়ুনঃভারতের জয়ের পথে বাধা হতে পারেন শ্রীলঙ্কার এই ক্রিকেটার, চিনে নিন তাদের

Follow Us:
Download App:
  • android
  • ios