সংক্ষিপ্ত
- সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৯ তম জন্মদিন
- সকাল থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দাদা
- বাড়িতে গিয়ে সৌরভকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
- পাল্টা দিদিকেও উপহার দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট
সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বেহালার বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোরপাধ্যায়। ৪৯ তম জন্মদিন উপলক্ষ্যে সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিকেল ৫টার পর বিসিসিআই প্রেসিডেন্টের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সৌরভকে জন্মদিনে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভের স্বাস্থ্যেরও খোঁজ নেন তিনি। মুখ্যমন্ত্রী উপহার হিসেবে প্যান্ট-শার্ট তুলে দেন মহারাজের হাতে। পাশাপাশি সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং মা’কে শাড়িও উপহার দেন মমতা। সৌরভও মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানান সিল্কের শাড়ী ও মিষ্টি দিয়ে। দুজনের মধ্যে বেশ কিছু সময় কথাও হয়।
আরও পড়ুনঃসৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৯ তম জন্মদিন, রাতেই 'মহারাজ'-কে বিশেষ উপহার স্ত্রী ডোনার
"
মুখ্যন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সম্পর্ক বরাবরই 'দিদি-ভাইয়ের'। দীর্ঘ বছর ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায় ও তার পরিবারের সঙ্গে যোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। চলতি বছরের শুরুতেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতালে শুধু সৌরভের সহঙ্গে ফোনে কথা বলাই নয়, দুবার অ্যাঞ্জিপ্লাস্টির সময় সৌরভকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জন্মদিনে বাড়িতে গিয়ে সৌরভকে শুভেচ্ছা জানানো দুজনের মধ্যে সু-সম্পর্কের আরও এক প্রমাণ হয়ে থাকল।
আরও পড়ুনঃহাফ সেঞ্চুরির দোরগোড়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়, ৪৯ তম জন্মদিনে ফিরে দেখা সেই যাত্রাপথ
আরও পড়ুনঃ২২ গজে সৌরভের এমন কিছু দাদাগিরি, যা তাকে করেছে স্মরণীয়, পড়ুন সেই কাহিনি
প্রসঙ্গত, করোনা আবহে এবারের জন্মদিনে খুব একটা সাড়ম্বর নেই। গতবারের মতই ঘরোয়াভাবে পালিত হয় সৌরভের জন্মদিন। রাতেই স্ত্রী ডোনা গঙ্গোপাধ্য়ায় মোবাইল ফোন উপহার দিয়েছেন। তারউপর অসুস্থতার পর থেকে তেল-ঝাল, মাংস খাওয়া সৌরভের একেবারে বারণ। তাই ঘরোয়া মাছ-ভাত মেনুতেই জন্মদিন পালন করলেন সৌরভ। যদিও বাড়িতে পরিবারের সঙ্গে ছোট অনুষ্ঠান রয়েছে। অফিসে সহকর্মীদের সঙ্গে কেকও কেটেছেন বিসিসিআই প্রেসিডেন্ট। বেলা শেষে মুখ্য়মন্ত্রীর শুভেচ্ছা পেয়ে আপ্লুত সৌরভ।