সংক্ষিপ্ত

সব প্রতীক্ষার অবসান। টি২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।

করোনার কারণে ভারত থেকে টি২০ বিশ্বকাপ আগেই আরব আমিরশাহীতে স্থানান্তরের ঘোষণা করে দিয়েছিল বিসিসিআই। মরুদেশের পাশাপাশি ওমানেও হবে টি২০ বিশ্বকাপের ম্যাচ। এবার সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে টি ২০ বিশ্বাকাপের সূচি ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।  ১৭ অক্টোবর থেকে হবে প্রথম রাউন্ডের খেলা। সেখানে থেকে যোগ্যতা অর্জনকারী দলগুলি সুপার ১২-তে খেলবে। ২৩ অক্টোবর থেকে শুরু হবে মূল পর্বের খেলা। ফাইনাল হবে ১৪ নভেম্বর। ২৪ অক্টোবর চির প্রতীদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল।

 

 

এক ঝলকে দেখে নিন বিশ্ব কাপের সূচি-
গ্রুপ-১: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ-এ'র চ্যাম্পিয়ন, গ্রুপ-বি'র রানার্স।
গ্রুপ-২: ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, গ্রুপ-এ'র রানার্স, গ্রুপ-বি'র চ্যাম্পিয়ন।

সুপার ১২-তে গ্রুপ ১-এর ক্রীড়াসূচি-
২৩ অক্টোবর - অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা - দুপুর ২টো আবুধাবি
২৩ অক্টোবর - ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ - সন্ধ্যা ৬টা দুবাই
২৪ অক্টোবর - এ১ বনাম বি২ - দুপুর ২টো শারজাহ
২৬ অক্টোবর - দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ - দুপুর ২টো দুবাই
২৭ অক্টোবর - ইংল্যান্ড বনাম বি২ - দুপুর ২টো আবুধাবি
২৮ অক্টোবর - অস্ট্রেলিয়া বনাম এ১ - সন্ধ্যা ৬টা দুবাই
২৯ অক্টোবর - ওয়েস্ট ইন্ডিজ বনাম বি২ - দুপুর ২টো শারজাহ
৩০ অক্টোবর - দক্ষিণ আফ্রিকা বনাম এ১ - দুপুর ২টো শারজাহ
৩০ অক্টোবর - ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া - সন্ধ্যা ৬টা দুবাই
১ নভেম্বর - ইংল্যান্ড বনাম এ১ - সন্ধ্যা ৬টা শারজাহ
২ নভেম্বর - দক্ষিণ আফ্রিকা বনাম বি২ - দুপুর ২টো আবুধাবি
৪ নভেম্বর - অস্ট্রেলিয়া বনাম বি২ - দুপুর ২টো দুবাই
৪ নভেম্বর - ওয়েস্ট ইন্ডিজ বনাম এ১ - সন্ধ্যা ৬টা
৬ নভেম্বর - অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ - দুপুর ২টো আবুধাবি
৬ নভেম্বর - দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড - সন্ধ্যা ৬টা শারজাহ

সুপার ১২-তে গ্রুপ ২-এর ক্রীড়াসূচি-
২৪ অক্টোবর - ভারত বনাম পাকিস্তান - সন্ধ্যা ৬টা দুবাই
২৫ অক্টোবর - আফগানিস্তান বনাম বি১ - সন্ধ্যা ৬টা শারজাহ
২৬ অক্টোবর - পাকিস্তান বনাম নিউজিল্যান্ড - সন্ধ্যা ৬টা শারজাহ
২৭ অক্টোবর - বিএ বনাম এ২ - সন্ধ্যা ৬টা আবুধাবি
২৯ অক্টোবর - আফগানিস্তান বনাম পাকিস্তান - সন্ধ্যা ৬টা দুবাই
৩১ অক্টোবর - আফগানিস্তান বনাম এ২ - দুপুর ২টো আবুধাবি
৩১ অক্টোবর - ভারত বনাম নিইজিল্যান্ড - সন্ধ্যা ৬টা দুবাই
২ নভেম্বর - পাকিস্তান বনাম এ২ - সন্ধ্যা ৬টা আবুধাবি
৩ নভেম্বর - নিউজিল্যান্ড বনাম বি১ - দুপুর ২টো দুবাই
৩ নভেম্বর - ভারত বনাম আফগানিস্তান - সন্ধ্যা ৬টা আবুধাবি
৫ নভেম্বর - নিউজিল্যান্ড বনাম এ২ - দুপুর ২টো শারজাহ
৫ নভেম্বর - ভারত বনাম বি১ - সন্ধ্যা ৬টা দুবাই
৭ নভেম্বর - নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান - দুপুর ২টো আবুধাবি
৭ নভেম্বর - পাকিস্তান বনাম বি১ - সন্ধ্যা ৬টা শারজাহ
৮ নভেম্বর - ভারত বনাম এ২ - সন্ধ্যা ৬টা দুবাই

সেমিফাইনাল-
সুপার ১২ দুটি গ্রুপ থেকে দুটি করে দল সেমি ফাইনালে পৌছবে
১০ ও ১১ নভেম্বর হবে দুটি সেমি ফাইনাল
আবুধাবির লোকাল সময় সন্ধা ৬টা থেকে হবে খেলা
প্রতিটি সেমিফাইনালের জন্য থাকছে রিজার্ভ ডে

ফাইনাল-
১৪ নভেম্বর আয়োজিত হবে প্রতিযোগিতার ফাইনাল
লোকাল সময় সন্ধা ৬টি থেকে শুরু হবে মেগা ফাইনাল
ফাইনালের ক্ষেত্রেও রিজার্ভ ডে রাখা হয়েছে

YouTube video player