সংক্ষিপ্ত
ভারত বনাম ইংল্য়ান্ড (India vs England) টেস্টের মাঝেই আরও একটি স্বস্তির খবর পেল টিম ইন্ডিয়া (Team India)। করোনা মুক্ত হলেন রোহিত শর্মা (Rohit Sharma)। খেলতে পারেন টি২০ সিরিজের (T20 Series) শুরু থেকেই।
একদিকে যখন এজবাস্টন টেস্টে দাপট দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট দল, সিরিজ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া, ঠিক তখন অপরদিকে মাঠের বাইরে থেকেও সুখবর এল ভারতের জন্য। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী কোভিড টেস্ট নেগেটিভ এসেছে রোহিত শর্মার। ইংল্যান্ড সফরে এসে লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার সময় করোনা আক্রান্ত হন ভারত অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা ব্যাট করতে না নামায় কৌতুহল তৈরি হয়। ২৬ জুন বিসিসিআই-এর তরফে অধিনায়ক রোহিতের করোনা আক্রান্ত হওয়ার খবর বিবৃতি প্রকাশ করে জানানো হয়। যার ফলে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্টে রোহিত খেলবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়। শেষ পর্যন্ত রোহিত খেলতে না পারায় জসপ্রীত বুমরাকে অধিনায়ক ঘোষণা করা হয়।
এজবাস্টন টেস্ট শুরু হয়ে গেলও রোহিত শর্মা কবে কোভিড মুক্ত হবেন তা নিয়ে চিন্তায় ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও আইসোলেশনে পুরোপুরি সুস্থ ছিলেন রোহিত। হিটম্যানের সুস্থ হওয়ার আশাতেই তাকে প্রথম টি২০-তে দলে রেখে দল ঘোষণাও হয়ে গিয়েছিল। আগে শোনা যাচ্ছিব দ্বিতীয় টি২০ থেকে খেলতে পারেন তিনি। তবে সব উৎকন্ঠার অবসান ঘটিয়ে জানা গেল, রোহিতের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। সম্ভবত প্রথম টি-টোয়েন্টি থেকেই খেলবেন রোহিত শর্মা। করোনা মুক্ত হয়ে যাওয়ায় তাঁর আর খেলতে কোনও সমস্যা থাকবে না। ফলে ৩টি টি২০ ও ৩টি ওডিআই ম্যাচেই অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। যদিও প্রথম টি২০ ম্য়াচে নেই বিরাট কোহলি ও জসপ্রীত বুমরা। দ্বিতীয় টি২০ ম্য়াচে ফিরবেন তারা। তবে রোহিতের করোনা মুক্ত হওয়ার খবরে স্বস্তিতে ক্রিকেট প্রেমিরা।
এক নজরে দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ভারতীয় দল-
প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় দল-
রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আভেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক।
দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় দল-
রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, জশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আভেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক।
একদিনের সিরিজে ভারতীয় দল-
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ঈশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জশপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।
আরও পড়ুনঃএজবাস্টন টেস্টে শুধু শতরান নয়, ঋষভ পন্থ গড়লেন আরও একাধিক রেকর্ড, দেখে নিন এক ঝলকে