সংক্ষিপ্ত

ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) তৃতীয় টি২০ (T20)ম্য়াচ। প্রথমে ব্য়াট করে ১৪৬ রান কর দাসুন শানাকার (Dasun Shanaka) দল। ১৯ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় রোহিত শর্মার (Rohit Sharma) দল। জয়ের পর ছেলেদের পারফরম্য়ান্সে খুশি বলে জানালেন ভারত অধিনায়ক।
 

চলতি বছরেই অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে রয়েছে  টি২০  বিশ্বকাপ (T20 World Cup)। ভারতীয় দলের দায়িত্ব নিয়েই রোহিত শর্মার (Rohit Sharma) জানিয়ে দিয়েছিলেন টি২০ বিশ্বকাপের আগে শক্তিশালী দল গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। তাই আগামি কয়েকটি সিরিজে যত বেশি সম্ভব তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চান। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ জয়। তারপর ওয়েস্ট ইন্ডিজ (West Indies)ও শ্রীলঙ্কাকে (Sri Lanka) টি২০ সিরিজে (T20 Series) হোয়াইট ওয়াশ করার পর এটা প্রমাণিত যে ভারতীয় দলের বেঞ্চ কতটা শক্তিশালী। এই তিন সিরিজে একাধিক তরুণ ক্রিকেটাররা সুযোগ পেয়েছে ও তারা নিজেদের সাধ্যমত পারফর্মও করেছে। কিন্তু রবিবার শ্রীলঙ্কাকে তৃতীয় টি২০ ম্য়াচে হারানোর পর রোহিত টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল নির্বাচন করা সত্যি কঠিন কাজ হতে চলেছে তা স্বীকার করে নিলেন অধিনায়ক রোহিত শর্মা।

ম্য়াচের পর রোহিত শর্মা ছেলেদের খেলায় খুশি হওয়ার কথা জানান। একইসঙ্গে টি২০ বিশ্বকাপের দল নির্বাচন করাটা যে কতটা কঠিন হতে চলেছে সেই কথাও জানান। ভারত অধিনায়ক বলেন,'এমন একটা সিরিজ গেল যেখানে সবকিছুই ঠিকঠাক হয়েছে। আমরা এক হয়ে খেলেছি এবং দুর্দান্ত খেলেছি। এই সিরিজ থেকে ইতিবাচক অনেক কিছু রয়েছে। এই সিরিজে আসার আগে ঠিক করে নিয়েছিলাম, যত বেশি ক্রিকেটারকে পারব সুযোগ দেব। কিন্তু ওরা এতটাই ভাল খেলেছে যে বিশ্বকাপের দল কী করে বাছব, সেটা বোঝা আমাদের কাছে কঠিন হয়ে পড়েছে।' এছাড়াও রোহিত শর্মা বলেন,'বিশ্বকাপের দল বাছা কঠিন হতে চলেছে ঠিকই, কিন্তু ছন্দ না থাকার চেয়ে প্রত্যেককে ভাল খেলতে দেখলেই বেশি ভাল লাগে। যদি বাকিরাও এ ভাবেই সুযোগ কাজে লাগাতে থাকে, তা হলে আমরা আগামী দিনে আরও শক্তিশালী হয়ে উঠব।'

আরও পড়ুনঃশ্রেয়সের ব্য়াটে ভর করে সহজ জয় ভারতের, টি২০ সিরিজে হোয়াইট ওয়াশ শ্রীলঙ্কা

আরও পড়ুনঃএবার চোটের কবলে রুতুরাজ গায়কোয়াড়, ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে, চিন্তায় সিএসকে

আরও পড়ুনঃক্যাসিনোর বিজ্ঞাপনে সচিনের বিকৃত ছবি, আইনি ব্যবস্থা ক্ষুব্ধ-ব্যথিত মাস্টার ব্লাস্টারের

প্রসঙ্গত, রবিবার তৃতীয় টি২০ ম্য়াচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া। ম্য়াচে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভার ১৬ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে অধিনায়কোচিত ইনিংস খেলেন দাসুন শানাকা (Dasun Shanaka)। ৩৮ বলে ৭৪ রান করেন তিনি। ভারতের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছিলেন আবেশ খান। রান তাড়া করতে নেমে ফের অনবদ্য ইনিংস খেলেন শ্রেয়স আইয়র (Shreyas Iyer) । ৪৫ বলে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া ২২ রান করেন রবীন্দ্র জাদেজা, ২১ রান করেন দীপক হুডা ও ১৮ রান করেন সঞ্জু স্যামসন। শেষ পর্যন্ত ১৯ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারতীয় ক্রিকেট দল। ৪ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজ।