সংক্ষিপ্ত
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) দ্বিতীয় টি২০ (T20) ম্য়াচ। প্রথম একদিনের ম্য়াচ জিতে সিরিজে এগিয়ে রয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। দ্বিতীয় ম্য়াচ জিতলেই সিরিজ জয়ের সুযোগ টিম ইন্ডিয়ার (Team India) সামনে। কায়রন পোলার্ডদের (Kieron Pollard)কাছে আজকের ম্য়াচ ডু অর ডাই।
একদিনেরপ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) ৩-০ ব্যবধানে হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তারপর টি২০ সিরিজের (T20 Series) প্রথম ম্য়াচেও ক্য়ারেবিয়ানদের হারাতে খুব একটা কসরত করতে হয়নি টিম ইন্ডিয়া (Team India) । প্রথম ম্য়াচে প্রথমে ব্য়াট করে ১৫৭ রান করেছিল কায়রন পোলার্ডের (Kieron Pollard) দল। জবাবে ৭ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্য়াচ জিতে নেয় রোহিত শর্মার (Rohit Sharma)দল। শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে টি২০ সিরিজের দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি হতে চলছে দুই দল। একদিকে যেমন এই ম্য়াচ জিতে সিরিজে জিতে নেওয়ার সুযোগ থাকছে ভারতীয় দলের সামনে। অপরদিকে, এই সিরিজে লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্য়াচ ওয়েস্ট ইন্ডিজের কাছে ডু অর ডাই। ফলে ক্রিকটের নন্দনকাননে হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
সিরিজ জয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া-
প্রথম ম্য়াচে ব্য়াটে-বলে অনবদ্য পারফরমেন্স করেছিল টিম ইন্ডিয়া। একদিকে যেমন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই ২ উইকেট নিয়ে ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন রবি বিষ্ণোই। এছাড়াও ছন্দে পাওয়া গিয়েছিল ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হার্শল প্য়াটেল, যুজবেন্দ্র চাহলদের। ব্য়াটিং বিভাগেও বিরাট কোহলি ও ঋষভ পন্থ ছাড়া পারফর্ম করেছিলেন রোহিত শর্মা,ইশান কিশান, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়রদের। কিন্তু ব্য়াট হাতে বিরাচ কোহলির টানা ব্য়াটে রানের খরা কিছুটা হলেও চিন্তায় রেখেছে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টকে। অনুশীলনে কিন্তু চেনা ছন্দেই ব্য়াট করতে দেখা গিয়েছে বিরাটকে। কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা কিন্ত বারবার বলেছেন বিরাটের রানে ফেরা শুধু সময়ের অপেক্ষা। যদিও শ্রেয়স আইয়রকে কেন দলের বাইরে রাখা হয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। দ্বিতীয় ম্য়াচে শ্রেয়স প্রথম ১১-তে জায়গা পায় কিনা সেট দেখার। তবে সব মিলিয়ে দ্বিতীয় ম্য়াচ জিতেই সিরিজে পকেটে পোরার বিষয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।
ক্য়ারেবিয়ানদের ডু অর ডাই-
একদিনের সিরিজের মতই টি২০ সিরিজের শুরুতেও খুব একটা ছন্দে পাওয়া যায়নি ওয়েস্ট ইন্ডিজের ব্য়াটিং লাইনআপকে। প্রথম ম্য়াচে নিকোলাস পুরান ৬১ রানের ইনিংস না খেললে আরও সমস্যায় পড়তে হত কায়রন পোলার্ডের দল। পাশাপাশি ভারতীয় স্পিন অ্য়াটাকের সামনেও সমস্যায় দেখা গিয়েছে ক্যারেবিয়ান ব্য়াটসম্যানদের। ফলে দ্বিতীয় ম্য়াচে ব্য়াট হাতে ছন্দে ফিরতে মরিয়া ব্র্যান্ডন কিং, রস্টন চেজ, রভম্যান পাওয়েল, আকিল হোসেনরা। ওয়েস্ট ইন্ডিজ বোলারদেরও খুব একটা ছন্দে পাওয়া যায়নি। দ্বিতীয় ম্য়াচে নামার আগে অনুশীলনে নিজেদের যাবতীয় ত্রুটি শুধরে নিয়েছেন ক্যারেবিয়ানরা। সিরিজে টিকে থাকতে ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ম্য়াচ জিততে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ দল।
আরও পড়ুনঃবিরাটের ব্য়াটে রানের খরা থেকে তার সঙ্গে সম্পর্ক, অবশেষে মুখ খুললেন রোহিত শর্মা
আরও পড়ুনঃশুধু রবি বিষ্ণোই একা নয়, অভিষেকেই ম্য়াচের সেরা হয়েছেন মোট ৮ জন ভারতীয় ক্রিকেটার
আরও পড়ুনঃবাংলা রঞ্জি দলে 'পোড়েল ব্রাদার্স', আগুনে বোলিং ইশানের, নজর কাড়লেন অভিষেকও
ম্য়াচ প্রেডিকশন-
একদিনের সিরিজে দাপট দেখানোর পর টি২০ সিরিজেওএ যে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেকটা এগিয়ে শুরু করবে তা জানিয়ে দিয়েছিল ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রথম ম্য়াচেও সহজে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ফলে দ্বিতীয় ম্য়াচ জয়ের বিষয়ে টিম ইন্ডিয়াকেই ফেভারিট মানছে ক্রিকেট বিশেষজ্ঞরা।