সংক্ষিপ্ত
আজ সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে (T20 Match) মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies)। একদিকে সিরিজ ২-০ করার লক্ষ্যে টিম ইন্ডিয়া (Team India)। অপরদিকে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ক্যারেবিয়ানরা।
একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ করার পর টি২০ সিরিজেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচে একতরফাভাবে ক্যারিবিয়ানদের ৬৮ রানে হারায় টিম ইন্ডিয়া। ব্য়াটে-বলে অনবদ্য পারফর্ম করে রোহিত শর্মারর দল। সোমবার ৫ ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচের জয়ের পর দ্বিতীয় ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর ভারতীয় দল। সিরিজ ২-০ করাই লক্ষ্য মেন ইন ব্লুদের। অপরদিকে, প্রথম ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে ঘুড়ে দাঁড়াতে মরিয়া নিকোলাস পুরানের দল। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরাও।
জয়ে ধারা বজায় রাখাই লক্ষ্য টিম ইন্ডিয়ার-
প্রথম ম্যাচে ৬৮ রানের বড় ব্যবধানে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে নামার আগে কয়েকটি বিষয় চিন্তায় রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। কারণ প্রথম ম্যাচে শুরুতে রোহিত শর্মা ও শেষে দীনেশ কার্তিক ছাড়া অন্য কোনও ব্যাটসম্যান বড় রান করতে পারেনি। মিডল অর্ডার পুরোপুরি ফ্লপ করে। শেষেক দিকে ডিকে ঝোড়ো ব্যাটিং না করলে ১৯০ রান করাটা মুশকিল হত ভারতের। তাই প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে বড় রান করাই লক্ষ্য সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়র, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়াদের। তবে বোলিং লাইনআপে ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, রবীন্দ্র জাদেজাদের ফর্ম ভরসা দিচ্ছে দলকে। সব মিলিয়ে সিরিজে দ্বিতীয় ম্যাচ জিতে ২-০ ব্যবধানেএগিয়ে যাওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার।
জয়ে ফিরতে মরিযা ক্যারিবিয়ানরা-
একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার ধাক্কা যে এখনও কাটিয়ে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল, তার প্রমাণ পাওয়া গিয়েছে টি২০ সিরিজের প্রথম ম্যাচেই। ব্যাটে-বলে কোনও বিভাগেই ভারতকে লড়াই দিতে পারেনি নিকোলাস পুরানের দল। বিশেষ করে ব্যাটিং লাইনআপের যেভাবে ভরাডুবি ঘটছে তা চিন্তায় রেখেছে ওয়েস্ট ইন্ডিজ টিম ম্য়ানেজমেন্টকে। প্রথম ম্যাচে শার্মাহ ব্রুকস বাদে কোনও ব্যাটসম্যান ২০ রানের গন্ডি পার করতে পারেনি। দ্বিতীয় ম্য়াচে রানে ফিরতে মরিয়া কাইলে মেয়ার্স, ব্রুকস, নিকোলাস পুরান, জেসন হোল্ডার, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েলরা। বোলিংয়ে সেরাটা দেওয়ার অপেক্ষায় আলজারি জোসেফ, ওবেড ম্য়াককয়, আকিল হোসেনরা।
ম্য়াচ প্রেডিকশন-
ভারত ও ওয়েস্ট ইন্ডিদের দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তি-গভীরতা ও ভারসাম্যের বিচার করলে অনেকটাই এগিয়ে রোহিত শর্মার দল। তাই দ্বিতীয় টি২০ ম্যাচেও ভারতীয় ক্রিকেট দলকেই ফেভারিট মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃস্টাইল স্টেটমেন্ট থেকে ব্যক্তিগত জীবন, জানুন 'গোল্ডেন বয়' অচিন্ত্যর নানা অজানা তথ্য