সংক্ষিপ্ত
ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টি২০ সিরিজে (T20 Series) ব্য়াট হাতে রান পায়নি বিরাট কোহলি (Virat Kohli)। তিন ম্য়াচে সংগ্রহ মাত্র ২৬ রান। তবে বিরাটের ফর্ম নিয়ে চিন্তিত নন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ব্য়াটিং কোচ বিক্রম রাঠৌর (Vikram Rathour)।
অধিনায়কত্ব হারানো থেকে ব্য়াচ হাতে লাগাতার রানের খরা। সময়টা মোটেই ভালো যাচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ঘরের মাঠে বরাবরই কথা বলে এসেছে কোহলির 'বিরাট' ব্য়াট। কিন্তু ওয়েস্ট ইন্জিজের (West Indies) বিরুদ্ধে একদিবনের সিরিজে ব্য়াট হাতে 'ডাহা ফেল' করেছেন বিরাট কোহলি। তিন ম্য়াচ মিলিয়ে তার সংগ্রহ মাত্র ২৬ রান। প্রথম ম্য়াচে বিরাট করেছিলেন ৮ রান। দ্বিতীয় ম্য়াচে তার সংগ্রহ ১৮ রান। তৃতীয় ম্য়াচে তো খাতাই খুলতে পারেননি কোহলি। ৩ ম্য়াচের দুটিতেই আলজারি জোসফের শিকার হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাট কোহলির ব্য়াটে রানের খরা নিয়ে তার ফ্যানেরা চিন্তিত হলেও, ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ব্য়াটিং কোচ বিক্রম রাঠৌর (Vikram Rathour)মোটেই চিন্তিত নন। বিরাটের রানে ফেরা শুধু সময়ের অপেক্ষা বলেই মত বিরাটদের ব্য়াটিং কোচের।
একদিনের সিরিজ শেষে টি২০ সিরিজ খেলতে কলকাতায় এসেছে টিম ইন্ডিয়া। ইডেন গার্ডেন্সে ৩টি০ ম্য়াচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। তার আগে সোমবার সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয় ভারতীয় দলের ব্য়াটিং কোচ বিক্রম রাঠৌর। বিরাট কোহলি নেটে যথেষ্ট সময় কাটাচ্ছেন, নিজেদল ভুল-ত্রুটির উপর কাজ করছেন, একইসঙ্গে অনুশীলনে পুরোনো ছন্দেই দেখা যাচ্ছে বিরাটকে সেই কথাও জানান বিক্রম রাঠৌর। তিনি বলেন,'ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান আসেনি। কিন্তু আমার মনে হয় না কোহলী খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই বিষয়ে ওর সঙ্গে আমার সে রকম কথা হয়নি। নেটে খুব ভাল ব্যাট করছে কোহলী। অনেক পরিশ্রম করছে। আমি নিশ্চিত টি২০ সিরিজেই ও রানের মধ্যে ফিরবে।' ভারতীয় দলের লক্ষ্য যে টি২০ বিশ্বকাপ জয় সেই কথাও পরিষ্কার করে দিয়েছেন বিক্রম রাঠৌর।
অপরদিকে, একদিনের সিরিজের সিরিজে ব্যর্থতা ভুলে টি২০ সিরিজে জয়ে ফিরতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ দল। রবিবার নৈশালোকে অনুশীলনের পাশাপাশি সোমবারও অনুশীলন সারল কায়রন পোলার্ডরা। অনুশীলনে নিজেদের যাবতীয় ভুল ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করে ওয়েস্ট ইন্ডিজ দল। বিশেষ করে একদিনের সিরিজে পুরো ডাহা ফেল করে ক্য়ারেবিয়ান ব্য়াটিং লাইনআপ। ৩ ম্য়াচের একটিতেও ২০০ রানের গণ্ডি টপকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। টি২০ ক্রিকেটে কায়রন পোলার্ডের দল ভয়ঙ্কর হলেও ভারতের মাটিতে একদিনের সিরিজে যেভাবে মুখ থুবড়ে পড়েছে ক্য়ারেবিয়ান ব্য়াটিং লাইনআপ তা চিন্তায় রেখেছে টিম ম্য়ানেজমেন্টকে। তাই এদিন অনুশীলনে ব্য়াটিংয়ে বিশেষ জোর দিতে দেখা যায় অতিথি দেশকে। এদিন অনুশীলনে মনোযোগ সহকারে ব্য়াটিং করতে দেখা যায় সাই হোপ, নিকোলাস পুরান, ড্য়ারেন ব্রাভো, ব্র্যান্ডন কিং, কায়রন পোলার্ডদের। বোলিংয়েও ঘাম ঝড়াতে দেখা আলজারি জোসেফ, রোমারিও শেফার্ড, আকিল হোসেনদের।
ইডেন গার্ডেন্সে ৩ ম্য়াচের টি২০ সিরিজে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি ৩টি টি২০ ম্য়াচে মুখোমুখি হবে দুই দল। সম্পূর্ণ কোভিড বিধি মেনে আয়োজিত হবে এই ম্য়াচ। ক্রিকেটের নন্দনকাননে পরপর তিনটি ম্য়াচকে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মদনা তুঙ্গে।