সংক্ষিপ্ত

চোটের এবারের মতো আইপিএল (Ipl 2021) থেকে ছিটকে গেলেন অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar)। তাঁর বদলে কাকে নিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indias)?

ভাগ্যটাই খারাপ সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলে অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar)। চোটের কারণে এবারের মতো তাঁর আইপিএল খেলার আশা শেষ হয়ে গেল। বুধবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২১-এর (IPL 2021) বাকি মরসুমের জন্য বাঁহাতি অলরাউন্ডার অর্জুন তেন্ডুলকরের পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indias)।

এদিন এই বিষয়ে এক বিবৃতি প্রকাশ করেছে এমআই টিম ম্য়ানেজমেন্ট। তাতে বলা হয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২১ মরসুমের বাকি সময়ের জন্য আহত অর্জুন তেন্ডুলকরের পরিবর্ত হিসাবে সিমরজিৎ সিং-কে নিচ্ছে। তিনি ডানহাতি মিডিয়াম-ফাস্ট বোলার। আইপিএলের নির্দেশিকা মেনে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার পর তিনি দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন। । 

"

২০২১ সালের নিলামে, মুম্বই অর্জুন তেন্ডুলকরকে কিনেছিল তাঁর বেসপ্রাইস ২০ লক্ষ টাকা দিয়েই। আগের আইপিএল মরসুমে, অর্থাৎ ২০২০ সালে অর্জুনকে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে এসেছিল মুম্বই ইন্ডিয়ান্স। দলের নেট বোলার হিসেবে ব্যবহার করা হয়েছিল। তবে আইপিএল নিলামের ঠিক আগে, অর্জুন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের জেরে সংবাদ শিরোনামে এসেছিলেন। পুলিশ ইনভিটেশন শিল্ড ক্রিকেট টুর্নামেন্টে, তাঁর ক্লাব দলের হয়ে সচিন-পুত্র ৩১ বলে অপরাজিত ৭৭ রান এবং পরে বল হাতে ৩ উইকেট নিয়ে দলকে জিতিয়েছিলেন।  

আরও পড়ুন - প্রেম করছেন কি সচিনের ছেলে - গুঞ্জনে ৮ বছরের বড় ব্রিটিশ ক্রিকেটার, প্রোপোজ করেছিলেন কোহলিকেও

আরও পড়ুন - IPL 2021 - পারলে সারাদিনই কাটে সুইমিংপুলে, এই হট 'দেশি গার্ল'-এর সঙ্গেই ঘর বাঁধছেন ম্যাক্সওয়েল

আরও পড়ুন - IPL 2021 - পুরো নগ্ন হয়ে সুইমিং পুলে, ঘাম ঝড়াবে জেসন হোল্ডারের নতুন প্রেমিকার হট অবতার, দেখুন

অর্জুন তেন্ডুলকরের দল মুম্বই ইন্ডিয়ান্সেরও এবারের টুর্নামেন্টটা খুব একটা ভাল যাচ্ছে না। সংযুক্ত আরব আমিরাশাহিতে পর পর তিনটি ম্যাচে হেরে তারা আইপিএল ২০২১-এর পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে নেমে গিয়েছিল। তবে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মুম্বই পাঞ্জাব কিংসকে হারিয়ে আবার ৫ নম্বরে উঠে এসেছে। তবে, গোটা মরসুম জুড়েই মুম্বই-এর মিডল-অর্ডারের দুর্বল ফর্ম দলকে ভোগাচ্ছে। মঙ্গলবারও  পাঞ্জাবের বিপক্ষে হার্দিক পান্ডিয়া ৩০ বলে অপরাজিত ৪০ রান করলে এমআই জিততে পারত না।  

YouTube video player