বুধবার আইপিএল ২০২২ (IPL 2022) -এ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও  মুম্বই ইন্ডিয়ান্স (KKR vs MI)। তার আগে ভাইরাল শ্রেয়স আইয়র ও আন্দ্রে রাসেলের ফিটনেস  ট্রেনিংয়ের ভিডিও।

আরসিবির বিরুদ্ধে একটি ম্য়াচ বাদ দিলে আইপিএলের শুরুটা ভালোই করেছে কলকাতা নাইট রাইডার্স। ৩টির মধ্যে ২টি ম্য়াচে জয় পেয়েছে কেকেআর শিবির। বুধবার মরসুমের চতুর্থ ও গুরুত্বপূর্ণ ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে শ্রেয়স আইয়রের দল। তবে এই ম্য়াচের আগে অনুশীলনে নিজেদের যাবতীয় ভুল ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করছে কেকেআর শিবির। জোর দেওয়া হচ্ছে ফিটনেসের উপরও। পঞ্জাব কিংস ম্যাচ জয়ের পর সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও শেয়ার করা হয়েছে । য়েখানে দুটি ভিডিও রয়েছে কলকাা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়সআইয়রের ফিটনেস ট্রেনিংয়ের। অপর একটি ভিডিও গত ম্য়াচে পঞ্জাবকে একার হাতে শেষ করে দেওয়া ক্য়ারেবিয়ান তারকা আন্দ্রে রাসেলের।

আইপিএল ২০২২ মেগা নিলামে শ্রেয়স আইয়রকে ১২ কোটি ২৫ লক্ষ্য টা দিয়ে কিনেছিল কেকেআর। তারপর তাকে দলের অধিনায়কও ঘোষণা করা হয়। তবে মরসুমে তিনটি ম্যাচ কেটে গেলেও এখনই ব্য়াট হাতে নিজের চেনা ছন্দে ফিরতে পারেননি শ্রেয়স। কিন্তু আইপিএল শুরুর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে বিধ্বংসী ফর্মে ছিলেন তিনি। আইপিএলে শ্রেয়স এখনও পর্যন্ত যেটুকু অধিনায়কত্ব করেছেন তার প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু ব্য়াট হাতে ছন্দে ফিরতে মরিয়া কেকআর অধিনায়ক। তাই নেটে ঘাম ঝরানোর পাশাপাশি ফিটনেস ট্রেনিংয়েও ঘাম ঝরাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও শেয়ার করা হয়েছে তাতে যেখানে দেখা গিয়েছে কঠিন ট্রেনিং করছেন। এয়ারওয়াক পুল আপ দিচ্ছেন তিনি। শ্রেয়স ক্যাপশনে লিখেছেন, ' চ্যালেঞ্জের জন্য কেউ কি তৈরি?'শ্রেয়সের ফিটনেস নজর কেড়ে নিয়েছে নেটিজেনদের। কেকেআর ভক্তদের অনেকেই লিখেছেন যে, এই ফিটনেস আইপিএলে তাঁকে সেরা ক্রিকেটারদের তালিকায় ঢুকতে সাহায্য করবে।

View post on Instagram

View post on Instagram

শুধু শ্রেয়স আইয়র নয়, আন্দ্রে রাসেলের ফিটনেস ট্রেনিংয়ের ঝলক শেয়ার করেছে কেকেআর। বিগত বছরগুলিতে ফিটনেস কতটা ভুগতে হয়েছিল আন্দ্রে রাসেলকে তা আমাদের সকলের জানা। দলের বাইরেও বসতে হয়েছিল। পারফরম্য়ান্স তলানিতে গিয়ে ঠেকেছিল। কিন্তু এবার পুরোপুরি ফিট হয়ে এসেছেন তিনি। দ্বিতীয় ম্য়াচে ফিল্ডিং করতে গিয়ে হাল্কা চোট পেয়েছিলেন ঠিকই, তা গুরুতর নয়। পঞ্জাব ম্য়াচে ৩১ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয় এনে দেন। মেরেছিলেন ৮টি বিশাল ছয়। তবে নিজের ফিটনেসে কোনও খামতি রাখতে নারাজ রাসেল। শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে সেই দৃশ্য। রাসেলের ফিটনেস ট্রেনিংয়ের ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়েছে। রাসেল নিজেও আগামি দিনে আরও বেশি ছয় মারারা হুঙ্কার দিয়ে রেখেছে। 

Scroll to load tweet…

প্রসঙ্গত, মুম্বই ইন্ডিয়ান্স বরাবার শক্ত গাঁট। তাই বুধবার কঠিন লড়াই তা ভালো করে জানে কেকেআর। কিন্তু এবার নিজেদের সেরা ফর্ম এখনও পর্যন্ত পাওয়া যায়নি রোহিত শর্মার দলকে। তবে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলকে হাল্কাভাবে নিতে নারাজ কেকেআর। তাই নিজেদের সেরাটা দিয়েই তৃতীয় জয় তুলে নিতে বদ্ধপরিকর শ্রেয়স আইয়র, আন্দ্রে রাসেলরা।