- Home
- Sports
- Cricket
- গ্লাভস পরে ক্লাসরুমে চলে গিয়েছিলেন! জন্মদিনে জেনে নিন রাহুল দ্রাবিড়ের অজানা কাহিনি
গ্লাভস পরে ক্লাসরুমে চলে গিয়েছিলেন! জন্মদিনে জেনে নিন রাহুল দ্রাবিড়ের অজানা কাহিনি
Rahul Dravid Birthday: ভারতীয় ক্রিকেটে নিষ্ঠার কথা উঠলে যাঁদের নাম সবার আগে তাঁদের অন্যতম রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচ হিসেবেও সাফল্য পেয়েছেন। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন সতীর্থ, অনুরাগীরা।

রবিবার জন্মদিন পালন করছেন, ৫৩ বছর বয়স হয়ে গেল ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়ের
রাহুল দ্রাবিড়ের জন্মদিন
১৯৭৩ সালের ১১ জানুয়ারি মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম হয় রাহুল দ্রাবিড়ের। রবিবার তাঁর বয়স হয়ে গেল ৫৩ বছর। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন প্রধান কোচকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন প্রাক্তন সতীর্থ ও অনুরাগীরা। শুধু ভারতেই নয়, সারা ক্রিকেট দুনিয়াতেই শ্রদ্ধার পাত্র দ্রাবিড়। তাঁর ভদ্র আচরণ এবং ক্রিকেটের প্রতি নিষ্ঠা সবার নজর কেড়ে নিয়েছে।
KNOW
একবার ক্রিকেটের গ্লাভস পরে টানা ৪৮ ঘণ্টা ছিলেন, ক্লাসেও চলে গিয়েছিলেন রাহুল দ্রাবিড়!
টানা ৪৮ ঘণ্টা গ্লাভস পরে দ্রাবিড়!
ক্রিকেটের প্রতি ছোটবেলা থেকেই নিষ্ঠাবান রাহুল দ্রাবিড়। তিনি পড়াশোনার চেয়ে খেলার প্রতি বেশি মন দিতেন। তাঁর এক সহপাঠী এমনই এক ঘটনার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, দ্রাবিড় একবার টানা ৪৮ ঘণ্টা ক্রিকেটের গ্লাভস পরেছিলেন। তিনি ক্লাসেও চলে গিয়েছিলেন গ্লাভস পরেই। এমনকী, গ্লাভস পরেই তিনি লিখছিলেন। প্রথমে সেই দৃশ্য দেখে সহপাঠীরা হাসছিলেন। কিন্তু পরে আসল কারণ জেনে সবাই অবাক হয়ে যান।
কেন টানা ৪৮ ঘণ্টা ক্রিকেটের গ্লাভস পরেছিলেন তরুণ ক্রিকেটার রাহুল দ্রাবিড়?
গ্লাভস পরে ক্লাসে যাওয়ার কারণ কী?
রাহুল দ্রাবিড়ের ওই সহপাঠী জানিয়েছেন, সেই সময় সদ্য রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছে এই ব্যাটারের। অনেকে ভাবছিলেন, নিজে যে ক্রিকেটার, সেটা দেখানোর জন্যই গ্লাভস পরে ক্লাসে এসেছেন দ্রাবিড়। কিন্তু তাঁরা যখন প্রশ্ন করেন, তখন দ্রাবিড় বলেন, রঞ্জি ট্রফিতে গত দুই ম্যাচে তিনি পুরনো গ্লাভস পরে ব্যাটিং করতে গিয়েছিলেন। সেই গ্লাভস আলগা হয়ে গিয়েছিল। ফলে ব্যাটিং করার সময় হাল্কা শব্দ হচ্ছিল। দু'বার সেই শব্দ শুনে আম্পায়াররা কট বিহাইন্ড দেন। অথচ ব্যাটে বল লাগেনি। এই কারণে নতুন গ্লাভসের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই তিনি টানা ৪৮ ঘণ্টা গ্লাভস পরে আছেন।
রঞ্জি ট্রফি সেমি-ফাইনালের আগে গ্লাভস নিয়ে ঝুঁকি নিতে চাননি রাহুল দ্রাবিড়
ভুল আউট হওয়ার ঝুঁকি নিতে চাননি দ্রাবিড়
সহপাঠীদের রাহুল দ্রাবিড় আরও বলেন, রঞ্জি ট্রফিতে পরের ম্যাচ সেমি-ফাইনাল। এই গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি ভুল আউট হতে চান না। এই কারণে ম্যাচের আগে থাকতেই গ্লাভস পরে আছেন। হাতে ঘাম হলেও যাতে গ্লাভস আলগা না হয়ে যায়, সেটা নিশ্চিত করতে চাইছেন। নতুন গ্লাভস পরে সব কাজ করতে পারলে ব্যাটিংয়ের সমও কোনওরকম সমস্যা হবে না।
ক্রিকেটের প্রতি নিষ্ঠা ও আবেগের জন্যই খেলোয়াড় ও কোচ হিসেবে সফল রাহুল দ্রাবিড়
কোচ-ক্রিকেটার হিসেবে সাফল্য রাহুল দ্রাবিড়ের
রাহুল দ্রাবিড় ভারতীয় দলের হয়ে মূলত তিন নম্বরে ব্যাটিং করতেন। তবে তিনি দলের প্রয়োজনে ব্যাটিং ওপেন করেছেন, লোয়ার-অর্ডারে ব্যাটিং করেছেন। তিনি বেশ কিছুদিন উইকেটকিপিং করেছেন। স্পিন বোলিংও করেছেন। ভারতীয় দলের হয়ে সব ভূমিকাতেই তাঁকে দেখা গিয়েছে। পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতের অনূর্ধ্ব-১৯ দল, ভারতীয় এ দল, সিনিয়র দলের কোচ হিসেবেও ভালো কাজ করেছেন দ্রাবিড়।
খেলোয়াড় হিসেবে পারেননি, ভারতীয় দলের কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন রাহুল দ্রাবিড়
কোচ হিসেবে বিশ্বকাপ জয়
২০০৩ সালে ওডিআই বিশ্বকাপে রানার্স ভারতীয় দলের সদস্য ছিলেন রাহুল দ্রাবিড়। ২০১১ সালে ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলে তিনি জায়গা পাননি। ফলে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিততে পারেননি। তবে ২০২৪ সালে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে তিনি টি-২০ বিশ্বকাপ জেতেন।

