শেষ হল আইপিএল ২০২২-এর মেগা নিলাম। আইপিএলের ১০টি দল গুছিয়ে নিল তাদের দল।
আইপিএল ২০২২ মেগা নিলাম শেষ, দেখে নিন কোন প্লেয়ার গেল কোন দলে

বেঙ্গালুরুতে আইপিএল ২০২২ (IPL 2022) মেগা নিলামের আসর (IPL Mega Auction)। শনিবার ও রবিবার বেঙ্গালুরুতে (Bengaluru)ভাগ্য নির্ধারিত হবে ৫৯০ জন ক্রিকেটারের (590 Cricketers)। ভারতীয় ক্রিকেটার রয়েছে ৩৭০ জন।২২০ জন বিদেশি ক্রিকেটার অংশ নিতে চলেছে ২০২২-এর মেগা নিলামে। আইপিএলের মেগা নিলামে সবথেকে বেশি অর্থাৎ ২ কোটি টাকা বেস প্রাউজে রয়েছে মোট ৪৮ জন ক্রিকেটার। ২০ জন ক্রিকেটারের বেস প্রাইস দেড় কোটি টাকা। ৩৪ জন ক্রিকেটারের বেস প্রাইস ১ কোটি টাকা। ১০ দলের আইপিএল মেগা নিলাম ঘিরে তুঙ্গে উন্মাদনা তুঙ্গে। কোন প্লেয়ার কত দামে গেল কোন দলের। নিলামে ১০টি দলের কী স্ট্র্যাটেজি। সব আপডেট সবার আগে পেতে চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলায়।
শেষ হল আইপিএল ২০২২ মেগা নিলাম
ফ্যাবিয়েন অ্যালেনকে নিল মুম্বই
ফ্যাবিয়েন অ্যালেনকে ৭৫ লক্ষ টাকায় দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
ডায়ার্ল মিচেকেও দলে নিল রাজস্থান
৭৫ লক্ষ টাকায় নিউজিল্য়ান্ডের ডায়ার্ল মিচেলকে দলে নিল রাজস্থান।
ভ্য়ান ডার ডুসেনকে নিল রাজস্থান
১ কোটি টাকায় ভ্য়ান ডার ডুসেনকে নিল রাজস্থান রয়্য়ালস।
ভিকি ওস্তাওয়ালকে নিল দিল্লি
২০ লক্ষ টাকায় অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের স্পিনার ভিকি ওস্তাওয়ালকে নিল দিল্লি ক্যাপিটালস।
কুল্টারনাইলকেও নিল রাজস্থান
২ কোটি টাকায় ন্য়াথান কুল্টারনাইলকে দলে নিল রাজস্থান রয়্যালস।
জিমি নিশামকে নিল রাজস্থান
১.৫ কোটি টাকায় জিমি নিশামকে দলে নিল রাজস্থান রয়্যালস।
উমেশ যাদবকেও দলে নিল কেকেআর
২ কোটি টাকায় উমেশ যাদবকে দলে নিল কেকেআর।
মহম্মদ নবিকে নিল কেকেআর
১ কোটি টাকায় জোফ্রা আর্চারকে দলে নিল কেকেআর।
এবার সচিন পুত্রকে নিল মুম্বই
অর্জুন তেন্ডুলকরকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৩০ লক্ষ টাকার বিনিময়ে।
টিম সাউদিকে নিল কেকেআর
১.৫০ কোটি টাকায় নিউজিল্য়ান্ডের তারকা পেসার টিম সাউদিকে কিনল কেকেআর।
গুরকিরাত সিংকে নিল গুজরাট
৫০ লক্ষ টাকায় গুরকিরত সিংকে নিল গজরাট টাইটানস।
ভানুকা রাজাপকসাকে নিল পঞ্জাব কিংস
৫০ লক্ষ টাকায় ভানুকা রাজাপকসাকে নিল পঞ্জাব কিংস।
ন্যাথান এলিসকে কিনল পঞ্জাব
ন্য়াথান এলিসকে ৭৫ লক্ষ টাকায় কিনল পঞ্জাব কিংস।
টিম সেইফার্টকে কিনল দিল্লি
৫০ লক্ষ টাকায় টিম সেইফার্টকে কিনল দিল্লি ক্য়াপিটালস।
গ্লেন ফিলিপসকে নিল হায়দরাবাদ
১.৫০ কোটি টাকায় গ্লেন ফিলিপসকে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
করুণ নায়ারকে নিল রাজস্থান রয়্যালস
১.৪০ কোটি টাকায় রাজস্থান রয়্যালস নিল করুণ নায়ারকে।
ইভিন লুইসকে কিনল লখনউ
২ কোটি টাকায় ইভিন লুইসকে কিনল লখনউ সুপার জায়ান্টস।
অ্য়ালেক্স হেলসকে নিল কেকেআর
১.৫ কোটি টাকায় অ্য়ালেক্স হেলসকে নিল কেকেআর।
এনগিডিকে নিল দিল্লি
৫০ লক্ষ টাকা লুঙ্গি এনগিডিকে নিল দিল্লি ক্য়াপিটালস।